কোচ হিসেবে টিটেকে নিশ্চিত করল ব্রাজিল

সবকিছু নিশ্চিত হয়েছিল আগেই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সোমবার অফিসিয়াল এক বিবৃতির মাধ্যমে সেটাও জানিয়ে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
তাই আনুষ্ঠানকিভাবেই কার্লোস দুঙ্গার পর ব্রাজিলের কোচের আসনে বসলেন লিওনার্দো আরনাদো বাক্কি, যিনি টিটে নামেই বেশি পরিচিত।
কোপা আমেরিকা টুর্নামেন্টে গ্রুপপর্ব থেকে বাদ পড়ায় কার্লোস দুঙ্গাকে বহিস্কৃত করে ব্রাজিল। ১৯৮৭ সালে কোপা আমেরিকার গ্রুপপর্ব থেকে ব্রাজিলের বিদায়ের পর দুঙ্গার অধীনে আবারও এবার লজ্জা পেতে হলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাই দ্বিতীয়বারের মতো ব্রাজিল কোচের পদ থেকে বহিস্কৃত হলেন দুঙ্গা।
সোমবার সিবিএফের অফিসিয়িাল ওয়েবসাইটে এক বিৃবতিতে জানানো হয়, ‘অফিসিয়ালভাবেই টিটেকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে।’
নতুন দায়িত্ব পাওয়ার পর টিটে বলেন, ‘এখন সময় এসেছে। ব্রাজিল জাতীয় দলে কোচ হিসেবে আমি নতুন ক্যারিয়ার শুরু করতে চাই। এই দলের হয়ে দায়িত্ব শুরু করাটা আমার ক্যারিয়ারের সেরা সময় হতে পারে।’
ব্রাজিলের ঘরোয়া ক্লাবের কোচ হিসেবে বেশ সুনাম রয়েছে টিটের। সম্প্রতি দেশটির ক্লাব করিন্থিয়ান্সকে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন করেন তিনি। এছাড়া তার অধীনে কোপা লিবার্টিস ও ক্লাব বিশ্বকাপ শিরোপা জেতে সাও পাওলোর ক্লাবটি।
ব্রাজিলের কোচ হিসেবে টিটে কাজ শুরু করবেন আগামী সেপ্টেম্বরে। ওই সময়ে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহন করবে সেলেকাওরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন