মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোটবাড়ীতে ১৪৪ ধারা, গ্যাস-বিদ্যুৎ বন্ধ

জঙ্গি আস্তানা সন্দেহে তিন দিন ধরে ঘিরে রাখা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী এলাকার একটি বাড়িতে অভিযানের প্রস্তুতি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ওই বাড়ির আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করার পাশাপাশি বন্ধ করা হয়েছে গ্যাস ও বিদ্যুতের সংযোগ।

পুলিশের ধারণা, ওই ভবনে প্রচুর গোলাবারুদ আছে।

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের পর আজ শুক্রবার সকাল থেকে ওই অভিযানের প্রস্তুতি শুরু হয়। অভিযান শুরুর আগে সকাল ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট) ইউনিট ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ মোহাম্মদ আবিদ হোসেন জানান, কোটবাড়ীর জঙ্গি আস্তানার আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহও। জননিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে কখন ওই অভিযান শুরু হবে, এ ব্যাপারে কিছু জানাননি এসপি। তিনি জানান, অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার সকাল থেকেই পুরো এলাকায় মাইকিং করেছে পুলিশ। মাইকিং করে ওই এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া কোটবাড়ী এলাকার সড়কে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানের আগে সকালে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের কুমিল্লা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সফিকুর রহমান।

গত বুধবার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের গন্ধমতী এলাকার ওই বাড়ি ঘেরাও করেন কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। সন্ধ্যা নাগাদ ওই বাড়ি ঘেরাও করে পুলিশ ও র‍্যাবের বিপুল সদস্য।

কিন্তু বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে ওই বাড়িতে পুলিশের অভিযানে আপত্তি জানায় নির্বাচন কমিশন। ওই আপত্তির কারণে তিন দিন ধরে বাড়িটি ঘেরাও করে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িটি তিনতলার। তৃতীয় তলায় নির্মাণকাজ চলছে। বাড়ির মালিকের নাম দেলোয়ার হোসেন। তিনি একজন গাড়িচালক। তবে তিনি সেখানে ছিলেন না। বাড়িটির নিচতলা ও দ্বিতীয় তলার নির্মাণকাজ শেষ। তবে ভাড়াটিয়ারা থাকে সব নিচতলায়।

বাড়ির মালিক দেলোয়ারের বাবা আহম্মদ হোসেন জানান, ওই বাড়ির নিচতলায় ছাত্ররা থাকে। বাড়িটিতে কোনো পরিবার থাকে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা