শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোটবাড়ীতে ১৪৪ ধারা, গ্যাস-বিদ্যুৎ বন্ধ

জঙ্গি আস্তানা সন্দেহে তিন দিন ধরে ঘিরে রাখা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী এলাকার একটি বাড়িতে অভিযানের প্রস্তুতি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ওই বাড়ির আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করার পাশাপাশি বন্ধ করা হয়েছে গ্যাস ও বিদ্যুতের সংযোগ।

পুলিশের ধারণা, ওই ভবনে প্রচুর গোলাবারুদ আছে।

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের পর আজ শুক্রবার সকাল থেকে ওই অভিযানের প্রস্তুতি শুরু হয়। অভিযান শুরুর আগে সকাল ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট) ইউনিট ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ মোহাম্মদ আবিদ হোসেন জানান, কোটবাড়ীর জঙ্গি আস্তানার আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহও। জননিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে কখন ওই অভিযান শুরু হবে, এ ব্যাপারে কিছু জানাননি এসপি। তিনি জানান, অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার সকাল থেকেই পুরো এলাকায় মাইকিং করেছে পুলিশ। মাইকিং করে ওই এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া কোটবাড়ী এলাকার সড়কে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানের আগে সকালে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের কুমিল্লা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সফিকুর রহমান।

গত বুধবার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের গন্ধমতী এলাকার ওই বাড়ি ঘেরাও করেন কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। সন্ধ্যা নাগাদ ওই বাড়ি ঘেরাও করে পুলিশ ও র‍্যাবের বিপুল সদস্য।

কিন্তু বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে ওই বাড়িতে পুলিশের অভিযানে আপত্তি জানায় নির্বাচন কমিশন। ওই আপত্তির কারণে তিন দিন ধরে বাড়িটি ঘেরাও করে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িটি তিনতলার। তৃতীয় তলায় নির্মাণকাজ চলছে। বাড়ির মালিকের নাম দেলোয়ার হোসেন। তিনি একজন গাড়িচালক। তবে তিনি সেখানে ছিলেন না। বাড়িটির নিচতলা ও দ্বিতীয় তলার নির্মাণকাজ শেষ। তবে ভাড়াটিয়ারা থাকে সব নিচতলায়।

বাড়ির মালিক দেলোয়ারের বাবা আহম্মদ হোসেন জানান, ওই বাড়ির নিচতলায় ছাত্ররা থাকে। বাড়িটিতে কোনো পরিবার থাকে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ