বুধবার, জুলাই ৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোটবাড়ীতে ১৪৪ ধারা, গ্যাস-বিদ্যুৎ বন্ধ

জঙ্গি আস্তানা সন্দেহে তিন দিন ধরে ঘিরে রাখা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী এলাকার একটি বাড়িতে অভিযানের প্রস্তুতি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ওই বাড়ির আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করার পাশাপাশি বন্ধ করা হয়েছে গ্যাস ও বিদ্যুতের সংযোগ।

পুলিশের ধারণা, ওই ভবনে প্রচুর গোলাবারুদ আছে।

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের পর আজ শুক্রবার সকাল থেকে ওই অভিযানের প্রস্তুতি শুরু হয়। অভিযান শুরুর আগে সকাল ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট) ইউনিট ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ মোহাম্মদ আবিদ হোসেন জানান, কোটবাড়ীর জঙ্গি আস্তানার আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহও। জননিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে কখন ওই অভিযান শুরু হবে, এ ব্যাপারে কিছু জানাননি এসপি। তিনি জানান, অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার সকাল থেকেই পুরো এলাকায় মাইকিং করেছে পুলিশ। মাইকিং করে ওই এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া কোটবাড়ী এলাকার সড়কে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানের আগে সকালে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের কুমিল্লা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সফিকুর রহমান।

গত বুধবার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের গন্ধমতী এলাকার ওই বাড়ি ঘেরাও করেন কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। সন্ধ্যা নাগাদ ওই বাড়ি ঘেরাও করে পুলিশ ও র‍্যাবের বিপুল সদস্য।

কিন্তু বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে ওই বাড়িতে পুলিশের অভিযানে আপত্তি জানায় নির্বাচন কমিশন। ওই আপত্তির কারণে তিন দিন ধরে বাড়িটি ঘেরাও করে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িটি তিনতলার। তৃতীয় তলায় নির্মাণকাজ চলছে। বাড়ির মালিকের নাম দেলোয়ার হোসেন। তিনি একজন গাড়িচালক। তবে তিনি সেখানে ছিলেন না। বাড়িটির নিচতলা ও দ্বিতীয় তলার নির্মাণকাজ শেষ। তবে ভাড়াটিয়ারা থাকে সব নিচতলায়।

বাড়ির মালিক দেলোয়ারের বাবা আহম্মদ হোসেন জানান, ওই বাড়ির নিচতলায় ছাত্ররা থাকে। বাড়িটিতে কোনো পরিবার থাকে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা