মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

কোটা বাতিলের দাবিতে ফের ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

কোটা পুনর্বহালের অন্যায্য সিদ্ধান্ত বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ফের ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহীদ মিনার প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধনের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ হয়। এর আগে টানা তিনদিন মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। এসময় তারা কোটা ব্যবস্থার সমালোচনা করেন। এর মাধ্যমে বৈষম্য তৈরি হচ্ছে বলে তাদের মতামত তুলে ধরেন। এছাড়া হাইকোর্টে শুনানির দিন তারিখ পেছানো এবং প্রধান বিচারপতির ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা মন্তব্যের সমালোচনা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য-সচিব মাহফুজ ইসলাম মেঘ বলেন, ‘আমাদের আন্দোলন সাধারণ মানুষের, গণ মানুষের আন্দোলন। এখানে কোনো নির্দিষ্ট দলের শিক্ষার্থীরা আসেনি। যারা এসেছে সবাই সাধারণ শিক্ষার্থী। যারা আন্দোলনকে নস্যাৎ করতে চান তাদের বলছি, স্বাধীনতার চেতনা আমাদের শিখাইতে আইসেন না। যদি আজ মুক্তিযুদ্ধ হইতো এখানে যারা আছে তারাই যুদ্ধ করতে আসতো।’

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহের আফরোজ শাওলী বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি সবোর্চ্চ আদালত তার ক্ষমতাকে ব্যবহার করে আমাদের উপর নিপীড়ন করছে। ওবায়দুল কাদের বলছে এই আন্দোলনে জামাত-শিবির ভর করেছে। আমাদের ন্যায়ের আন্দোলনকে প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা এদেশের ক্ষমতাসীন চক্র করে যাচ্ছে। আমরা এতে পরাস্ত হবো না। কারণ আমরা এদেশের মানুষ। এটি আমাদের অধিকার।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি দেখে কেউ যদি মনে করে আমরা দুর্বল হয়ে গেছি তাহলে ভুল। প্রয়োজনে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দেখাবো। আমাদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য একটি চক্র মাঠে নেমেছে। তাদের বলতে চাই, যারা আমাদের আন্দোলনের বিরোধিতা করছে তাদের মধ্যেই মুক্তিযুদ্ধের চেতনা নাই।’

মানববন্ধন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ সোহেল পরবর্তী কর্মসূচি হিসেবে, ‘শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে গিয়ে গণসংযোগ করা হবে। এছাড়া রবিবার বিকালে পুনরায় মহাসড়ক অবরোধ করা হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘প্রধানমন্ত্রীর চীন সফরে ২০ সমঝোতা সই ও প্রকল্পের ঘোষণা আসতে পারে’

চী‌নের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের চার‌ দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে সোমবার (৮বিস্তারিত পড়ুন

বিআরটিএর বিধিমালা বাতিল, পরিবহনের গায়ে বিজ্ঞাপনে ফি নিতে পারবে না: হাইকোর্ট

পরিবহনের গায়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শনের জন্য বিআরটিএরবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীকে আরও উন্নত ও বৈশ্বিক মানদণ্ডেবিস্তারিত পড়ুন

  • ‘ঢাকা মহানগর বিএনপিতে আর রাজনীতি করার সুযোগ নেই’, বলছেন বিলুপ্ত কমিটির নেতারা
  • ৩৩ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে নৌযান চলাচল 
  • সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, গবাদিপশু নিয়ে বিপাকে মানুষ
  • বাংলাদেশে ‘দক্ষ কর্মী’ গড়তে ১০০ কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া
  • মার্কিন বিমান কেনার বিষয়টি দুই মাসের মধ্যে চূড়ান্ত হবে: বিমানমন্ত্রী
  • দায়িত্বে অবহেলার অভিযোগে নোয়াখালীতে তিন শিক্ষককে অব্যাহতি
  • বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে ৫ জ‌নের মৃত্যু, আহত ৩০
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন সোমবার
  • দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের সতর্কসংকেত
  • আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর : প্রধানমন্ত্রী
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের