মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এজেন্সির ন্যূনতম হজযাত্রী ১৫০ জন

কোটা বাড়েনি, ১ লাখের জন্যই হজ চুক্তি

চলতি বছর হজ পালনে সৌদি আরবের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে কোটা বাড়ানোর প্রস্তাব থাকলেও চুক্তি অনুযায়ী এবারও এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন।

সৌদি আরবে সফররত ধর্মমন্ত্রী মতিউর রহমানের সঙ্গে সে দেশের হজমন্ত্রী বন্দর বিন মোহাম্মদ আল হাজ্জারের রবিবার হজ চুক্তি সম্পাদিত হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (হজ) আসাদুজ্জামান।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি মিলিয়ে এক লাখ ১৩ হাজার ৮৬৮ জন হজে যেতে সৌদি সরকারের কাছে প্রস্তাব করা হবে বলেও মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আসাদুজ্জামান রবিবার রাতে টেলিফোনে বলেন, ‘চুক্তি অনুযায়ী এবারও বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার, বাকি ৯৬ হাজার ৭৫৮ জন বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালন করতে পারবেন।’

‘সৌদি হজ মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশে কোটা বাড়ানোর প্রস্তাব বাদশাহের অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন পেলেই কোটা বাড়বে। এর বাইরে তাদের কিছু করার নেই’ বলেন তিনি।

জনসংখ্যা অনুপাতে আমাদের এক লাখ ২৭ হাজার হজযাত্রী সৌদি আরব যাওয়ার কোটা রয়েছে জানিয়ে কাউন্সিলর বলেন, ‘কাবা শরীফ এলাকার সংস্কারের কারণে সব দেশের কোটা থেকে এবার ২০ শতাংশ কমানো হয়েছে।’

চুক্তি অনুযায়ী এবার একটি এজেন্সির কমপক্ষে ১৫০ জন হজযাত্রী থাকতে হবে জানিয়ে আসাদুজ্জামান বলেন, ‘হজযাত্রীর সংখ্যা ১৫০ জনের কম হলে কোনো এজেন্সি তাদের সৌদি আরব পাঠাতে পারবে না। গত বছর এ সংখ্যা ছিল ৫০ জন।’

চুক্তি অনুযায়ী সৌদি সরকার অনুমোদিত ক্যাটারিং প্রতিষ্ঠানের মাধ্যমে সকল হজযাত্রীর খাবার সরবরাহ, সৌদি আরবে হজ এজেন্সির ব্যাংক হিসাব চালু এবং এর মাধ্যমে আবাসন ও খাবারের ব্যয় পরিশোধ, অনলাইনের মাধ্যমে সকল কার্যক্রম সম্পাদন করতে হবে বলেও জানান কাউন্সিলর।

হজ চুক্তির সময় ছিলেন এমন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘হজযাত্রীদের দুর্ভোগ লাঘবে একই ফ্লাইটে দুটি মোয়াল্লেমের (এজেন্সি) বেশি হজযাত্রী পরিবহন করা যাবে না।’

হজমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াও হাজী সেবা সংস্থা মোয়াচ্ছাসা চেয়ারম্যানের সঙ্গে, জেদ্দা-মক্কা-মদীনায় যাওয়া আসা নিয়ে জেনারেল কার সিন্ডিকেট ও ইউনাইটেড এজেন্সির সঙ্গে বাংলাদেশের চুক্তি হবে। বাড়ি ভাড়া নিয়ে মদিনায় আদিল্লা অফিসের সাথে চুক্তিও করা হবে।

আগামী ১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত (চাঁদ দেখা সাপেক্ষে) হবে।

গত ১১ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্যাকেজ-১ এ হজযাত্রীদের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৬০ হাজার ২৮ টাকা। প্যাকেজ-২ এর খরচ নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৪ হাজার ৯০৩ টাকা।

মন্ত্রিসভা একই সঙ্গে সংশোধিত ‘হজ ও ওমরাহ নীতিমালা, ২০১৬’ অনুমোদন দেয় ওই বৈঠকে। এ নীতিমালা অনুযায়ী, হজ গমনেচ্ছুরা ৩০ হাজার ৫০০ টাকায় বছরে চার মাস হজের অগ্রিম নিবন্ধন করতে পারবেন। টাকা জমা দিলে একটি নিবন্ধন নম্বর দেওয়া হবে।

এরপর হজ প্যাকেজের পুরো টাকা পরিশোধের সময় বেঁধে দেওয়া হবে এ সময়ে অগ্রিম নিবন্ধনের ৩০ হাজার টাকা সমন্বয় করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পুরো টাকা পরিশোধ করে হজযাত্রীরা একটি পিলগ্রিম আইডি পাবেন। এ আইডি পেলেই হজে যাওয়া নিশ্চিত হয়ে যাবে।

অগ্রিম নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা যদি কোটার চেয়ে বেশি হয় তবে যিনি আগে নিবন্ধন করেছেন তিনিই আগে হজে যাবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে যারা সরকার ঘোষিত সময়ের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন না তাদের নিবন্ধনের মেয়াদ পরবর্তী এক বছর পর্যন্ত বহাল থাকবে।

মেশিন রিডেবল পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (যাদের বয়স ১৮ বছর বা তার বেশি) দিয়ে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, হজ এজেন্সির অফিস, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও হজ অফিস থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল হজ চুক্তি করে আসার পর প্রাক-নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হবে। আগামী ২৩ বা ২৪ ফেব্রুয়ারি এ কার্যক্রম শুরু হতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা