কোটি কোটি বেনামি টাকা ভারতের রাজনৈতিক দলগুলোর

অজ্ঞাত উৎস থেকে হাজার হাজার কোটি টাকা গ্রহণ করেছে ভারতের রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারতের রাজনৈতিক দলগুলো অজ্ঞাত উৎস থেকে মোট ৭ হাজার ৮৩৩ কোটি রুপি সংগ্রহ করেছে। যা এই দলগুলোর মোট আয়ের প্রায় ৬৯ শতাংশ। আর এসব অবৈধ অর্থ নেয়ার ক্ষেত্রে এগিয়ে আছে ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস।
দিল্লিভিত্তিক গবেষণা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলো এই সময়ে মোট আয় করেছে ১১ হাজার ৩৬৭ কোটি রুপি। পরিচিত দাতাদের মাধ্যমে দলগুলো অর্থ সংগ্রহ করেছে এক হাজার ৮৩৫ কোটি রুপি। যা মোট আয়ের ১৫ শতাংশ। সম্পত্তি বিক্রি, চাঁদা, ব্যাংক সুদ, পত্রপত্রিকা বিক্রি এবং লেভি থেকে রাজনৈতিক দলগুলো আয় করেছে এক হাজার ৬৯৮ কোটি রুপি; যা মোট আয়ের ১৬ শতাংশ।
এডিআরের প্রতিবেদন অনুযায়ী, ঐ ১১ বছরে অজ্ঞাত উৎস থেকে কংগ্রেসের আয় তিন হাজার ৩২৩ কোটি রুপি সংগ্রহ করেছে; যা দলটির মোট আয়ের প্রায় ৮৩ শতাংশ। তার পরেই রয়েছে বিজেপি। বর্তমান ক্ষমতাসীন এ দলের তহবিলে ২ হাজার ১২৫ কোটি রুপি। তাদের মূল আয়ের ৬৫ শতাংশ।
আঞ্চলিক দলগুলির মধ্যে এ ব্যাপারে সব থেকে এগিয়ে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি এবং পাঞ্জাবের শিরোমনি অকালি দল। দুই রাজ্যের বর্তমান শাসক দলের যথাক্রমে ৯৪ শতাংশ ও ৮৬ শতাংশ আয়ের উৎস অজ্ঞাত।
২০১৩ সালে আত্মপ্রকাশ করা দল আম আদমি পার্টি তিন বছরে অজ্ঞাত উৎস থেকে ১১০ কোটি রুপি কোষাগারে ভরেছে।
বিভিন্ন নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে দেওয়া রাজনৈতিক দলগুলোর তথ্য বিবেচনা করে এই প্রতিবেদন প্রকাশ করেছে এডিআর।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন