সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে হিটলারের গুপ্তধন?

ইউরোপের এক বিপুল অংশের মানুষ আজও বিশ্বাস করেন, নাৎসি নেতা হিটলার এবং তাঁর বাহিনীর হোমরা-চোমরারা বিপুল পরিমাণ ধনসম্পদের অধিকারী হয়েছিলেন। বিশ্বযুদ্ধের কালে এই সম্পদ তাঁরা লুকিয়ে ফেলেন।

সম্প্রতি মিশরের তাবা এলাকায় লুকিয়ে রাখা নাৎসি ল্যান্ডমাইনগুলিকে খুঁজে বার করে নাশকতার কাজে ব্যবহার করছে আইসিস, খবরে প্রকাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধার আগে নাকি এই মাইনগুলিকে জার্মান সেনারা পুঁতে রেখেছিল মিশরের বিভিন্ন এলাকায়। এই মাইনগুলোর খোঁজ পাওয়া আইসিস-এর কাছে গুপ্তধন পাওয়ার সামিল। এই মাইনগুলির ইতিহাস ও পরিণতি যা-ই হোক না কেন, এদের সঙ্গে নাৎসি গুপ্তধনের ইতিহাস শেষ হয়ে যাচ্ছে না। বরং ১৯৪৫ সালের পর থেকে ক্রমাগত পল্লবিত হতে থাকা নাৎসি গুপ্তধন-কিংবদন্তিকেই মদত করছে এই ঘটনা।
স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ইন্ডিয়ানা জোনস সিরিজের মূল উপজীব্যই হল হিটলারের গুপ্তধন। জর্জ লুকাচ যখন এই অভিযাত্রী চরিত্রটি তৈরি করেন, তখন তাঁর মাথায় ছিল ইউরোপে কয়েক প্রজন্ম ধরে চলে আসা ‘নাৎসি ট্রেজার’-এর কাহিনি। কোনও না কোনও সূত্র থেকে ইউরোপের এক বিপুল অংশের মানুষ আজও বিশ্বাস করেন, নাৎসি নেতা হিটলার এবং তাঁর বাহিনীর হোমরা-চোমরারা বিপুল পরিমাণ ধনসম্পদের অধিকারী হয়েছিলেন। বিশ্বযুদ্ধের কালে এই সম্পদ তাঁরা লুকিয়ে ফেলেন। যুদ্ধে পরাজয়ের পরে এই গুপ্তধন আর উদ্ধার করা যায়নি। বিপুল সংখ্যক ‘ট্রেজার হান্টার’ আজও সন্ধান করেন এই গুপ্তধনের। পাওয়া গেল কি গেল না, সেটা বড় কথা নয়। সন্ধানের সুখে মেতে রয়েছেন এই সব প্রত্ন-সন্ধানীরা।

একনজরে দেখে নেওয়া যেতে পারে, হিটলার তথা নাৎসিদের তথাকথিত গুপ্তধন-তালিকা।

• গুপ্তধন সন্ধানীদের হিসেব অনুযায়ী কেবল মাত্র জার্মানির চৌহদ্দিতেই নাকি ৩৭ বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের নাৎসি-সম্পদ ছড়িয়ে রয়েছে।

• এই সম্পদের মধ্যে সোনা-রুপো ছাড়াও রয়েছে বিভিন্ন শিল্পবস্তু, ইহুদিদের কাছ থেকে নাকি এগুলো হিটলার আত্মসাৎ করেছিলেন। যুদ্ধের পরে মিত্রশক্তি বেশ খানিকটা সম্পদ উদ্ধার করলেও এর একটা বড় অংশ উদ্ধার করা যায়নি।

• ২০১৫-এ পোল্যান্ডের ওয়ালব্র্‌জিক শহরের বাসিন্দারা দাবি করেন, এই শহরের নিকটবর্তী গোপন রেলওয়ে টানেলের ভিতরে তাঁরা এমন এক ট্রেনের সন্ধান পেয়েছেন, যা নাৎসি নেতারা লুকিয়ে রেখেছিলেন পাহড়গর্ভের গোলকধাঁধায়। এই ট্রেন নাকি ভর্তি ছিল সোনা-দানায়।

• ২০১২ সালে মিউনিখের একটি ফ্ল্যাট থেকে ১.৮ বিলিয়ন ডলার অর্থমূল্যের শিল্পবস্তু পাওয়া যায়, যা নাকি নাৎসিরাই লুকিয়ে রেখেছিল।

• গুপ্তধন সন্ধানীদের বিশ্বাস, হিটালার অধিকৃত ইউরোপের কয়েকটি হ্রদে নাকি লুকনো রয়েছে নাৎসি সম্পদ।

অস্ট্রিয়ার লেক টপলিৎজ
• হিটলারের অন্যতম সহচর হেইনরিখ হিমলার ওয়ওয়েলসবার্গের পার্বত্য অঞ্চলে যুদ্ধের আগে একটি দুর্গ কেনেন। হিটলারের শাসনের পতন নিশ্চিত হয়ে উঠলে এই দুর্গ হিমলার ত্যাগ করেন। এই দুর্গে নাৎসি গুপ্তধনের সন্ধানে প্রায়ই হানা দেন ট্রেজার হান্টাররা।

• মধ্য জার্মানির জোনাস উপত্যকায় এমন কিছু জিনিস নাকি হিটলার লুকিয়ে রেখেছিলেন, যা কল্পনাতে আনাও দুষ্কর। গুপ্তধন সন্ধানীদের একাংশ মনে করেন, হিটলারের হাতে আণবিক বোমা মজুদ ছিল। আরও গুজব— নাসিদের হাতে নাকি উড়ন্ত চাকির মতো কিছু অস্ত্র এসেছিল। সেই অস্ত্রের ভাঁড়ারটাও নাকি এই প্রাসাদে রয়ে গিয়েছে।

• এর বাইরে, জার্মানির আলপান অঞ্চলের লেক ওয়ালখেন, লেক লুয়েনারে প্রচুর পরিমাণে নাৎসি সোনা লুকনো রয়েছে বলে বিশ্বাস করেন অনেকেই।

• ২০০১ সালে দক্ষিণ জার্মানির চিয়েনিস হ্রদ থেকে ৫৬ লক্ষ ডলার অর্থমূল্যের সোনার পাত্র উদ্ধার করা হয়। আজও অনেকে বিশ্বাস করেন, সেই হ্রদে বৃহত্তর কিছু রয়েছে।

• অস্ট্রিয়ার লেক টপলিৎজ-এ প্রায়শই হানা দেন প্রত্ন-সন্ধানীরা। তাঁদের বিশ্বাস, এই হ্রদে বিপুল পরিমাণ সম্পদ রেখে গিয়েছেন নাৎসী অফিসাররা।

• বার্লিন নগরীর উত্তরাংশে কোথাও নাৎসিরা খ্রিস্টিয় জগতের সবথেকে আলোচিত বস্তুটিকে লুকিয়ে রেখেছে বলে অনেকে বিশ্বাস করেন। তাঁদের মতে, বস্তুটি হল ‘হোলি গ্রেল’ অর্থাৎ কিনা, শেষ নৈশভোজে যিশুর ব্যবহৃত পানপাত্র, যে থেকে জল পান করলে অমরত্ব লাভ হয়। বলাই বাহুল্য, এই বস্তুরও কোনও সন্ধান পাওয়া যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ