শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোথায় গেল নজরুলের সেই মহামেডান? বাস্তবিক অর্থেই সাদা-কালো তারা

প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ব্রিটিশ ফুটবল টিমের একচেটিয়া রাজত্ব ভেঙে দিয়েছিল মহমেডান। সাদা-কালো শিবিরের সাফল্যের প্রেক্ষিতে নজরুল ইসলাম লিখেছিলেন একটি কবিতা।

১৯৩৪ থেকে ১৯৩৮ ছিল মহমেডান স্পোর্টিংয়ের স্বর্ণযুগ। টানা পাঁচবার কলকাতা লিগ জেতার নজির গড়েছিল সাদা-কালো শিবির। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ব্রিটিশ ফুটবল টিমের একচেটিয়া রাজত্ব ভেঙে দিয়েছিল মহমেডান। সাদা-কালো শিবিরের সাফল্যের প্রেক্ষিতে নজরুল ইসলাম লিখেছিলেন একটি কবিতা। যার নাম মোবারকবাদ।

ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যও যে অস্ত যেতে পারে, সেটাই খেলার মাঠে দেখিয়ে দিয়েছিলেন মহমেডানের ফুটবলাররা। ঠিক যেমনটা ১৯১১-এ করে দেখিয়েছিল মোহনবাগানের অমর একাদশ। মহমেডানের টানা পাঁচবার লিগ জয়ের সাফল্য নাড়া দিয়েছিল নজরুলকেও। লিখে ফেলেছিলেন একটি কবিতা।

একটি ক্লাবের সাফল্য নিয়ে কবিতা লিখছেন একজন বিখ্যাত কবি, এহেন নজির খুব একটা নেই। অন্য ভাবে বললে, কোনও বিখ্যাত কবি একটি ক্লাবের ফুটবল মাঠের সাফল্যকে মাথায় রেখে কবিতা লিখেছেন, স্মরণকালের মধ্যে তা মনে পড়ার কথা নয়।

নজরুল-সাহিত্য নিয়ে অগাধ পাণ্ডিত্য নির্মল সাহার। তিনি বলছিলেন, ‘‘ইংরেজ ক্রিকেটার লেন হাটনকে নিয়ে নোবেল পুরস্কারজয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টারের একটা লাইন খুব মনে পড়ছে। উনি লিখেছিলেন আই স লেন হাটন ইন হিজ প্রাইম/ অ্যানাদার টাইম, অ্যানাদার টাইম।’’ নজরুল ছাড়া অন্য কোনও কবি ক্লাব-ফুটবলের সাফল্য নিয়ে সৃষ্টি করেছেন অমরকথা, তার নজির খুব একটা পাওয়া যায় না। পেলেও তা খুব সামান্যই। অনেকেই আমরা সেই সব খোঁজ রাখি না।

ফুটবল মাঠে গোরাদেরও যে হারানো সম্ভব, মোহনবাগানের শিল্ড জয়ের পরে সেই ধারণাই দৃঢ় হয়েছিল ভারতবাসীর মনে। তেমনি নজরুলের কবিতাও প্রেরণামূলক। খেলার মাঠে সাদা-কালো শিবিরের সাফল্য অন্ধকারাচ্ছন্ন ভারতে নতুন আলো আনবে বলেই তিনি বিশ্বাস করতেন। তাই নজরুল লিখেছেন—

‘‘যে চরণ দিয়ে ফুটবল নিয়ে জাগাইলে বিস্ময়,
সেই চরণের শক্তি জাগুক আঁধার ভারতময়।
এমনি চরণ-আঘাতে মোদের বন্ধন ভয়-ডর
লাথি মেরে মোরা দূর করি যেন, আল্লাহু-আকবর।’’
উপরের লাইনগুলোর ইংরেজি তর্জমা এরকম—
‘‘May the power of all of india rise from those very feet,
may those feet break our chains
and our fear and our dread
may those feet kick them away! Allah-u-Akbar!’’
যে মহমেডানকে দেখে নজরুলের কলম থেকে বেরিয়েছিল এ হেন লাইনগুলো, সেই মহমেডান যে এখন আর নেই। ইস্টবেঙ্গল, মোহনবাগান এখনও ভারতে জ্বালাচ্ছে সাফল্যের আগুন। সাদা-কালো শিবির কোথায়? সাফল্য নেই তাঁদের। আই লিগ থেকে নেমে গিয়েছে তাঁরা। মহমেডান যেন প্রকৃত অর্থেই এখন সাদা-কালো।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি