মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোথায় গেল বাংলাদেশ ব্যাংকের সেই টাকা?

বাংলাদেশ ব্যাংকের হ্যাকড হওয়া ১০০ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷

তবে ঐ বিপুল পরিমাণ অর্থের মধ্যে ১৯ মিলিয়ন ডলার ইতিমধ্যেই ফেরত পাওয়া গেছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক স্বয়ং৷

বাংলাদেশ ব্যাংক এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে যে, বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাকড হয়েছে ব্যাংকের ‘সুইফট কোড’ এবং ‘সিস্টেম’ ব্যবহার করেই৷

হ্যাকাররা যেভাবেই হোক বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ঢুকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সিস্টেমে পেমেন্ট অ্যাডভাইজ পাঠায়৷

বলা বাহুল্য, এটি একটি সয়ংক্রিয় ব্যবস্থা৷ হ্যাকাররা ফিলিপাইন্সের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পরিশোধের জন্য মোট ৩০টি অ্যাডভাইজ পাঠিয়েছিল বলে জানা গেছে৷ এর মধ্যে পাঁচটি অ্যাডভাইজে মোট ১০ কোটি ডলার (১০০ মিলিয়ন) হ্যাকারদের হাতে চলে যায়৷ খবর ডয়েচ ভেলের।

অ্যাডভাইজগুলো ব্যক্তিগত হিসেবে অর্থ দেয়া হওয়ায় ফেডারেল রিজার্ভ ব্যাংকের সন্দেহ হয়৷ সাধারণত কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তির অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করে না৷ তাই এই সন্দেহ থেকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংক জানায় যে, তাদের পক্ষ থেকে অর্থ স্থানান্তরের জন্য কোনো অ্যাডভাইজ পাঠানো হয়নি৷

মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল দাবি করেন, ‘‘টাকা হ্যাকড হওয়ার এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কোনো দোষ নেই৷ বরং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কেরই কোনো গোলমাল হয়েছে৷” ফেডারেল রিজার্ভ অবশ্য বিষয়টি অস্বীকার করে৷ তারা জানায় যে, এতে তাদের কোনো দায়িত্ব নেই৷ তাছাড়া এটা হতেই পারে না৷

অর্থমন্ত্রীর কথায়, ‘‘আমরা তাদের কাছে টাকা রেখেছি৷ কোনোভাবে তারা দায় এড়াতে পারে না৷” তাই নিউ ইয়র্কের রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করার কথাও জানান অর্থমন্ত্রী৷

ওদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক তাদের সিস্টেম হ্যাকিং-এর খবর অস্বীকার করেছে৷ তারা বলছে, ফেডারেল রিজার্ভের সিস্টেমে হ্যাকিং-এর কোনো প্রমাণ নেই৷

এছাড়া চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর হয়েছে কিনা – তাও প্রকাশ করছে না বাংলাদেশ৷

সোমবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে তাদের এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেয়া বিপুল পরিমাণ অর্থের একাংশ উদ্ধার করা হয়েছে৷ তবে কী পরিমাণ টাকা হ্যাকড হয়েছে এবং তার কত অংশ উদ্ধার করা হয়েছে, তা বলা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে৷

এদিকে ফিলিপাইন্সের পত্রিকা দ্য এনকোয়ারার বুধবার তাদের অনলাইন সংস্করণে জানায়, ‘ব্যাংলাদেশ ব্যাংকের হ্যাকড হওয়া অর্থ সেখানকার স্থানীয় ক্যাসিনোতে ব্যয় হয়েছে৷ এই টাকা ফিলিপাইন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি)-এর একজন গ্রাহকের অ্যাকাউন্ট-এ জমা হওয়ার পর, তা তিনি তুলে নিয়েছেন৷’

পত্রিকাটি আরও জানায় যে, সম্ভবত চীনা হ্যাকাররা এই হ্যাকিং-এর সঙ্গে জড়িত৷

এই হ্যাকিং-এর ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংক দেশের ৫৬টি ব্যাংকের অনলাইন এক্সপার্ট এবং সাইবার নিরপত্তা বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছে বুধবার৷

জানা গেছে, হ্যাকড হওয়া ১০০ মিলিয়ন ডলারের মধ্যে ১৯ মিলিয়ন ডলার এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে৷ তবে জুয়ার আসরে খরচ হয়ে যাওয়ায় বাকি অর্থ উদ্ধারের আর কোনো সম্ভাবনা নেই৷

বৈঠকে উপস্থিত আইসিটি মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা বিভাগের ডাইরেক্টর অপারেশন তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা ডয়চে ভেলেকে জানান, ‘‘ম্যাল ওয়ার্ম ভাইরাস ইনফেকশনের মাধ্যমে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের ‘আইডি নিয়ন্ত্রণে নিয়ে নেয়৷ পরে ফেডারেল রিজার্ভ ব্যাংকে অ্যাডভাইজ পাঠায় তারা৷”

তিনি জানান, ‘‘বাংলাদেশ ব্যাংকের সিস্টেমেই হ্যাকার ঢুকেছে, ফেডারেল রিজার্ভ ব্যাংকে নয়৷”

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এ ঘটনার পর ব্যাংলাদেশ ব্যাংক কাউকে না জানিয়ে নিজেরাই সমস্যা সমাধানের চেষ্টা করে, যা ঠিক হয়নি৷ তাই এখন আর এই অর্থ উদ্ধারের সম্ভাবনা নাই৷”

উল্লেখ্য, ২৫০টি দেশের সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে টাকা জমা রাখে৷ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৮০০ কোটি ডলারের মতো৷

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে