কোথায় থামবেন রোনালদো?
উড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উড়বেনই বা না কেন? দুই হাত মেলে এটাই তো উড়ার সঠিক সময় তার। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার যে ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন! মাঠ কিংবা মাঠের বাইরে সিআর সেভেন ছুটছেন আপন গতিতে। শনিবারও ব্যতিক্রম ছিল না তার। লা লিগায় স্পোর্টিং গিজনের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতার ম্যাচে রিয়ালের করা দু’টি গোলই এসেছে তার পা থেকে। সেইসঙ্গে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়।
ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় টানা সাত বছর ৩০ কিংবা তারও বেশি গোলের রেকর্ড গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পোর্টিং গিজনের বিপক্ষে ম্যাচ শুরুর পাঁচ মিনিটেই গোল করেন তিনি। চলতি বছরে লা লিগায় এটাই তার ত্রিশতম গোল। ম্যাচের বয়স যখন ১৮ মিনিট তখনই ব্যবধান দ্বিগুন করে ফেলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার। ২০১০ সাল থেকেই এই কীর্তিটা গড়ে আসছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার।
শুধু তাই নয়, এই মৌসুমে প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় গোলের দুই অংকের কোটা স্পর্শ করেন রোনালদো। ১০ ম্যাচ থেকে তার বর্তমান গোল সমান ১০টি। সমান আটটি করে গোল নিয়ে তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। আজই অবশ্য মাঠে নামছে বার্সা। রিয়াল সোসিয়েদাদের মাঠে এল ক্লাসিকোর আগে এটাকে বলা হচ্ছে কাতালানদের অগ্নি-পরীক্ষা।
পরিসংখ্যান ঘেটে দেখা যায়, টানা ছয় বছর পঞ্চাশ বা তার বেশি গোলের রেকর্ডটাও এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর। এটা অবশ্য ক্লাব এবং জাতীয় দল উভয় জার্সিতেই। এই ম্যাচ দিয়েই ক্লাব ক্যারিয়ারের ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন সিআর সেভেন। স্বদেশী স্পোর্টিং লিসবন, প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড এবং স্পেনের জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে অসামান্য এই কীর্তি গড়েন তিনি।
তিনবার ফিফার বর্ষসেরার পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারও ফেবারিট সিআর সেভেন। গত মৌসুমে ক্লাবকে ইউরোপ সেরার মুকুট পড়াতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। প্রথমবারের মতো পর্তুগালকে ইউরোর শিরোপা জিতিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তাই সবার আগেই ভেসে উঠছে তার নাম। বয়সে একত্রিশকেও ছাড়িয়ে গেছেন সিআর সেভেন। ক্লাবের সঙ্গেও সম্প্রতি নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর আগে ঘোষণা দিয়েছেন চল্লিশ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার! এভাবে যদি রোনালদো ছুটতেই থাকেন তাহলে কোথায় গিয়ে থামবেন? এমন প্রশ্ন তুললে মোটেই অযুক্তিক হবে না!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন