কোথায় হারিয়ে গেলো মোস্তাফিজের কাটার জাদু?
এর আগে এতো রান আগে কখনোই দেননি কাটার বয় মোস্তাফিজ| এদিন ১০ ওভারে ৬২ রান খরচ করে দুই উইকেট। প্রতিপক্ষ করে ফেলেছে ৩৪১ রান। এরপর বোলিংয়ের এই বিশ্লেষণ হয়তো খুব বেশি অবাক হওয়ার মতো নয়।
কিন্তু যখন জানবেন বোলারটির নাম মোস্তাফিজুর রহমান, তখন তো একটু অবাক লাগবেই! নিউজিল্যান্ডের বিপক্ষে কোথায় হারিয়ে গেলো মোস্তাফিজের কাটার জাদু? নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগে মোস্তাফিজ খেলেছেন মোট নয়টি ওয়ানডে।
তার মধ্যে কোনোটিতেই এতো রান দেননি তিনি। এবারই প্রথম ওয়ানডেতে ৬০ বা এর বেশি রান খরচ হয়ে গেলো ‘মিস্টার কাটারের’ হাত থেকে। এতোদিন নিজের
তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৫৭ রান দেয়াই তার সবচেয়ে খরুচে বোলিং হয়ে ছিলো।
অথচ আজ মার্টিন গাপটিলকে স্লোয়ারে বোকা বানানোর পর অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন মোস্তাফিজ। দীর্ঘ ইনজুরির ধকল কাটিয়ে শুরুটা একটু অস্বস্তিপূর্ণ হলেও, গাপটিলের উইকেট নিয়ে সেটা ঠিকই কাটিয়ে উঠেছিলেন তিনি।
কিন্তু মাঝের দিকে এলোমেলো হয়ে গেলেন মোস্তাফিজ। তবে কি ইনজুরির ধকলটাই ভোগালো তাকে? হতে পারে সেটাই। এই নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে মাত্র একটা ম্যাচই খেলেছেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় অনুষ্ঠিত সে ম্যাচে গুনে গুনে কিউইদের পাঁচ উইকেট নেন তিনি। খরচ করেন মোটে ২২ রান। যা ওই আসরের সেরা বোলিংয়ের রেকর্ড।
মোস্তাফিজ অবশ্য নিজেকে সান্ত্বনা দিতে পারেন এই তথ্য জেনে যে, হেগলি ওভাল প্রথাগতভাবে ব্যাটসম্যানদের দিকেই বাড়িয়ে রাখে বন্ধুতার হাত। সে হিসেবে তার একটু বেশি খরুচে হয়ে যাওয়া তেমন দোষের কিছু না।
এ ছাড়া এই প্রথমবার নিউজিল্যান্ডে খেলতে নামলেন তিনি। যা দেশের বাইরে তার প্রথম ওয়ানডে ম্যাচ। অচেনা ও বিরুদ্ধ কন্ডিশন এবং প্রথমবার বিদেশের মাটিতে প্রবল প্রতাপশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামা; এই ব্যাপারগুলো বিবেচনা করলে মোস্তাফিজের ‘খরুচে’ হয়ে উঠাটা আসলে চোখেই পড়ছে না!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন