মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোন ঋতুতে কী ফ্যাশন, নির্ভর করছে আপনার মুডের উপর

ইয়ং জেনারেশনের গতির সঙ্গে তালমিলিয়ে ফ্যাশন এখন আর স্ট্যাটিক কনসেপ্ট নয়৷ সময় ও ঋতুর সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ বদলাতে থাকে ফ্যাশন স্টেটমেন্ট৷ গ্রীষ্ম থেকে বর্ষা৷ ওয়ার্ডরোবে থাকতে হবে সময়পযোগী পোশাক৷ ঋতুর সঙ্গে তাল মিলিয়ে ঠিক কী রকম হওয়া উচিৎ আউটলুক?

‘ঋতু’ এবং ‘ফ্যাশন’ এই দুইয়ের সম্পর্ক অত্যন্ত নিবিড়৷ দৈনন্দিন জীবনে ফ্যাশন কিন্তু অনেকটাই নির্ভর করে মানুষের ওই দিন বা ওই নির্দিষ্ট সময়ের মুডের উপর৷ পোষাক বা মেক-আপ সবটাই সেখানে গুরুত্বপূর্ণ৷ প্রকৃতি যেমন বদলায়, তেমনি মানুষের মনেও বদল আসে৷ আর সেই মনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের ফ্যাশনের পথ চলা৷ ঋতুরঙ্গ থেকে ছ’ঋতুকে ধার নিয়েই হালফিলের ফ্যাশন মন্ত্র৷

বর্ষাকালে ছেলে মেয়ে প্রত্যেকের অতিরিক্ত ফিটেড জামাগুলোকে এড়িয়ে চলাই উচিৎ৷ ‘লুজ ফিটেড টপস’, ‘ক্রপ টপস’, ট্যাঙ্ক টপস এখন ‘ইন’৷ আর এই সময় কিন্তু হাল্কা এবং গাঢ়, দু’ধরণের রং-এর জামা পরলেই কোনও অসুবিধা নেই৷ কারণ এই সময়টাকে ‘গ্লুমি’ না ‘ভাইব্রেন্ট’হিসেবে দেখবেন, সেটা সবটাই কিন্তু নির্ভর করছে আপনার নিজের মুডের উপর

আকাশের মুখ এখন অবশ্য গোমড়া৷ যখন তখন বৃষ্টির ছঁটা৷ তাই এই প্রতিবেদন শুরু হোক বর্ষাকাল দিয়েই৷

‘মনসুন’, এই ঋতুকে নানা মানুষ নানা চোখে দেখেন৷ সারাক্ষণ আকাশ মেঘলা৷ যেকোনও সময় বৃষ্টি এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে গোটা শহরকে৷ তীব্র যানজট! রাস্তায় নামলে জামাকাপড়-জুতো সবকিছুই চপচপে ভেজা৷ জুতো তো একবার ভিজলে পাঁচ-দিনের আগে শুকোচ্ছেই না৷ উফ! অসুবিধার শেষ নেই৷ কিন্তু এই ঋতুই যে আবার জমিয়ে প্রেম করার আদর্শ সময়, সেব্যাপারে আমাদের বাপ-ঠাকুর্দারাও একমত হবেন৷ বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে ইম্প্রেস করার জন্য এই সময় ফ্যাশনের কিন্তু কোনও অভাব নেই৷ আর এই ঋতুতে নিজের ভিতরের ‘সেক্সি’ সত্ত্বাটাকে বাইরে আনারও কিন্তু আদর্শ সময়৷ মেয়েরা অফিস-স্কুল বাদে নিজেদের ফর্ম্যাল পোষাকগুলি তুলেই রাখতে পারেন৷ জিন্সগুলোকে আলমারিতে তুলে বরং বের করুন নিজের ডেনিম এবং কটনের শর্টসগুলি৷ শর্টসে যারা কমফর্টেবল নয়, তারা পড়ুন ‘স্কার্টস’ বা ‘কেপ্রি’৷ বর্ষাকালে ছেলে মেয়ে প্রত্যেকের অতিরিক্ত ফিটেড জামাগুলোকে এড়িয়ে চলাই উচিৎ৷ ‘লুজ ফিটেড টপস’, ‘ক্রপ টপস’, ট্যাঙ্ক টপস এখন ‘ইন’৷ আর এই সময় কিন্তু হাল্কা এবং গাঢ়, দু’ধরণের রং-এর জামা পরলেই কোনও অসুবিধা নেই৷ কারণ এই সময়টাকে ‘গ্লুমি’ না ‘ভাইব্রেন্ট’হিসেবে দেখবেন, সেটা সবটাই কিন্তু নির্ভর করছে আপনার নিজের মুডের উপর৷

বর্ষা চলে যেতেই ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করে৷ উজ্জ্বল নীল রঙ গাঢ় থেকে আরও গাঢ়তর হয়৷ মানুষের মনের রঙ বদলানোটাও তাই স্বাভাবিক এই সময়৷ বিশেষ করে বাঙালিদের৷ সকালবেলা জানলার বাইরের আকাশ দেখেই নিমেষে বলে দেওয়া যায় এ হল শরৎের আকাশ৷ প্রকৃতিও যেন ধীরে ধীরে উৎসবের আমেজে নিজের রঙ মেলে ধরতে থাকে৷ দুর্গাপুজো ,লক্ষ্মীপুজো বা কালিপুজো ছাড়াও গোটা সিজনটাই যেন ফ্যাশনের জন্য আদর্শ সময়৷ তবে ঠিক কী ধরণের পোষাক পরবেন, সেটা সবটাই নির্ভর করে আপনার নিজস্বতার উপর৷ ফ্যাশনের সবচেয়ে মূল বিষয় হল ‘কমফর্ট’৷ ট্রেন্ডি পোষাক অবশ্যই পরবেন, কিন্তু অন্য কারোকে নকল করে ড্রেস পরার দিন কিন্তু এখন শেষ৷ বর্তমান সময়ের ফ্যাশন সচেতন নারী বা পুরুষরা কিন্তু জানেন, ঠিক কোন সময় কোন আউটফিটটা একদম পারফেক্ট তাদের জন্য৷ পুজোর সময় ছেলে মেয়েদের ইস্টার্ন ওয়্যার পরার দিকে অবশ্যই ঝোঁক বেশি থাকে৷ এখন কিন্তু শাড়ি পরার ট্রেন্ড আবার ফিরে এসেছে৷ শুধু পুজোর সময় নয়, যেকোনও অনুষ্ঠানেই শাড়ি পরতে এখন মেয়েরা বেশি পছন্দ করেন৷ ‘সুতির ইক্কত’, ‘পাটলি পাল্লু’, ‘জর্জেটের হাফ অ্যান্ড হাফ’, ‘গাদওয়াল’, ‘অসম শিল্ক’, ‘জারদৌসি’, ‘কাঞ্জিবরাম’ শাড়ি এখন সবারই যথেষ্ট পছন্দের৷ এছাড়া অল টাইম ইন তাঁত এবং সিল্ক তো রয়েছেই৷

তবে যারা লম্বা তাদের জন্য সবসময়েই একটা অ্যাডভান্টেজ থেকে যায়৷ যেমন মেয়েরা লম্বা হলে ওয়েস্টার্ন ওয়্যার যথেষ্ট মানানসই তাদের জন্য৷ যেমন ডেনিম কেপ্রির সঙ্গে প্যাস্টেল শেডের লম্বা ঝুলের টপ পরুন৷ ফ্রি-ফ্লোয়িং হলে খুবই ভালো৷ ড্রেস বা রাপার অন স্কার্টও পরতে পারেন৷ এখন অ্যাসিমেট্রিক্যাল ড্রেসের খুব কদর৷ সেটাও ট্রাই করতে পারেন৷ পাশাপাশি জাম্পস্যুট এখনকার দিনে একটি ট্রেন্ডি অপশন৷

পুজো শেষ হতেই হাওয়ার বদল ধীরে ধীরে শুরু হয়ে যায়৷ উত্তরের ঠাণ্ডা আবহাওয়া ধীরে ধীরে জাঁকিয়ে বসলে অলসতাও বাড়তে থাকে৷ এই সময়টা কিন্তু ফ্যাশনের জন্য একেবারে সঠিক সময়৷ ‘চেকস’, ‘টার্টান্স’-এর ট্রেন্ড তো এভারগ্রিন৷ মেয়েদের জন্য ঢিলেঢালা, ব্যাগি টার্টান স্কার্টস দারুণ৷ হালকা শীতে ‘লেয়ারিং’ এখন নতুন কনসেপ্ট চলছে৷ আর শীত মানেই গাঢ় বা উজ্জ্বল রঙ-এর পোষাক পরার সময়৷ সঙ্গে দারুণ কিছু স্কার্ফ, অ্যাক্সেসারিজ এবং ব্যাগের কম্বিনেশনে আপনাকে কোনও সেলিব্রিটি থেকে কিন্তু কোনও অংশে কম লাগবে না৷

এরপর রয়েছে গরম এবং বসন্ত কাল৷ এই সময় নিজেকে ‘কুল’ এবং সুস্থ রাখাটাই প্রধান ফোকাস হওয়া উচিৎ৷ অতিরিক্ত গরমেও অফিস বা অন্যান্য কাজে তো আপনাকে বাইরে বেরোতেই হবে৷তাই সেই গরমের সঙ্গে মানানসই পোষাক এবং মেক আপটা অত্যন্ত প্রয়োজন৷ এদেশের ১২ মাসের মধ্যে গরমটাই সর্বাধিক৷ তাই এই সময়টা যে একেবারে ফ্যাশনেবল পোষাক পরা ছেড়ে দিতে হবে, তা নয়৷ ভাগ্য ভালো গরমে বিয়েবাড়ির নিমন্ত্রণ তুলনায় কম পাওয়া যায়৷ সেটা একদিক থেকে অবশ্যই সুখবর৷ কারণ প্যাচপ্যাচে গরমে এরকম অনুষ্ঠানে যেতে হলে ঠিক কী পরবেন, সেটাই ঠিক করাটা বেশ কঠিন হয়ে পড়ে৷ আজকাল আবার সারা দেশজুড়ে ‘সামার পুল পার্টি’র খুব চল৷ সেখানে সময় পেলে অবশ্যই যাবেন৷ মন চাইলে পুল-সাইডে সাহসী পোষাক পরতেও কোনও ক্ষতি নেই৷ যেমন আকাশি নীল হল্টারনেক বিকিনি টপের সঙ্গে ফ্লোরাল প্রিন্টের শর্টস এখনকার সামার পার্টির জন্য যথেষ্ট ‘ইন’৷

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়