কোপা আমেরিকায় নেইমারকে নিয়ে অনিশ্চয়তা
কোপা আমেরিকার বিশেষ আসর শুরুর এক মাস আগে তথা আগামী ৫ মে ২৩ সদস্যের দল ঘোষণা করবে ব্রাজিল। এই দল ঘোষণা করবেন ব্রাজিলিয়ান কোচ দুঙ্গা।
এই দল ঘোষণা করার আগে বড় প্রশ্ন হলো এই দলে সুপারস্টার নেইমারকে রাখা হবে কিনা। কারণ, কোপা আমেরিকার পরের মাসে তথা আগস্টে রিও অলিম্পিকে নেইমারের খেলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, কোপা আমেরিকা আসরের জন্য নেইমারকে ছাড়ার জন্য বার্সেলোনার কাছে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কিন্তু পরপর দুইটি টুর্নামেন্টের জন্য নেইমারকে ছাড়তে রাজি নয় এই স্প্যানিশ ক্লাব।
তবে, কোপা আমেরিকার জন্য খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য ক্লাবগুলো। কিন্তু অলিম্পিক আসরের জন্য নয়। কিন্তু, এবার অলিম্পিকের আসর বসবে ব্রাজিলে। ফলে, ঘরের মাঠে স্বর্ণ জয় করতে মরিয়া তারা।
আগামী ৩ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার বিশেষ আসর। এবারের আসরে গ্রুপ ‘বি’তে খেলবে ব্রাজিল। এই গ্রুপে তাদের সাথে রয়েছে ইকুয়েডর, হাইতি ও পেরু। কোপা আমেরিকায় এ পর্যন্ত আটবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন