কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাসিকের কন্ট্রোল রুম
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা দূর করতে ঈদের দিন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হবে। এই কন্ট্রোল রুম ঈদের দিন বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকবে। বর্জ্য ব্যবস্থাপনায় কোথাও কোনো সমস্যা হলে তা দ্রুত সমাধান করবে কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ফলে ঈদের দিন রাত ২টার মধ্যেই শহরের বর্জ্য অপসারণ সম্ভব হবে।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম।
তিনি বলেন, গত বছর রাত ২টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করেছিল রাসিক। এবারো সেই লক্ষ্যে কাজ করা হবে। আর এ জন্যই খোলা হচ্ছে কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমে রাসিকের চারজন কর্মকর্তা দায়িত্বে থাকবেন। ঈদের আগেই নগরবাসীর কাছে তাদের মোবাইল নম্বর পৌঁছে দেওয়া হবে।
মেয়র জানান, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে কোরবানির পশু জবেহ করার জন্য এবার ২৫৪টি স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থানেই পশু কোরবানি করার জন্য নগরবাসীকে আহ্বান জানানো হচ্ছে। নগরবাসীকে সচেতন করতে কেবল লাইনে তথ্যচিত্র প্রচার করা হচ্ছে। ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে তাদের মুঠোফোনেও।
মেয়র বলেন, নগরবাসী একটু সচেতন হলেই রাত ২টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা সম্ভব। আমরা এটি করব। বিশ^স্বাস্থ্য সংস্থার সূচকে বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব এই নগরীকে পরদিন সকালেই আগের মতো দেখতে পাবেন নগরবাসী।
সংবাদ সম্মেলনে রাসিকের প্যানেল মেয়র-২ একেএম রাশেদুল হাসান টুলু, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, রাসিকের অর্থ ও সংস্থাপনবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মুস্তাক হোসেন রতন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমানসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন