কোলকাতায় উড়ালসেতু নির্মাণ সংস্থার বিরুদ্ধে হত্যা মামলা
পশ্চিমবঙ্গের কোলকাতায় নির্মাণাধীন উড়াল সেতু ভেঙে বিপুল প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। কোলকাতা পুলিশের পক্ষ থেকে আজ (শুক্রবার) এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। এরইমধ্যে কোলকাতা পুলিশের পক্ষ থেকে নির্মাণ সংস্থার ৫ কর্মকর্তাকে আটক করা হয়েছে। খবর-রেতে।
অন্যদিকে, আজ কোলকাতা হাইকোর্টে এ ঘটনাকে কেন্দ্র করে নিরপেক্ষ তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আনিরুদ্ধ সরকার নামে জনৈক আইনজীবী।
গতকাল কোলকাতায় একটি নির্মাণাধীন উড়াল সেতু আচমকা ভেঙে পড়ায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। এ নিয়ে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল এবং বিরোধীদের মধ্যে দায়ভার নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ শুরু হয়েছে।
বিরোধীদের দাবি, রাজ্য সরকার এই দুর্ঘটনার জন্য দায়ী। অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, বিগত বাম জামানায় এ সংক্রান্ত টেন্ডার ডাকা হয়েছিল এবং সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাকে তারা এ কাজের বরাত দিয়েছিলেন, এ জন্য বাম সরকারই দায়ী।
আজ তৃণমূল সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ওই উড়াল সেতুর নকশায় ভুল ছিল। সেতুটি অর্ধেক নির্মাণ হয়ে যাওয়ায় ওই নকশা আর পরিবর্তন করা হয়নি। সেতুর নকশায় যে ভুল ছিল তা জনপ্রতিনিধি হিসেবে সরকারকে জানিয়েছিলাম।
সিপিএম সংসদ সদস্য মুহাম্মদ সেলিম অবশ্য বলেছেন, ‘এই দায় সরকারকেই নিতে হবে, সব জেনেশুনে কেন চুপ করে ছিলেন তিনি?’
অন্যদিকে, রাজ্যের পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই কাজের বরাত আমরা দিই নি। এটা আগের সরকারের সময় হয়েছে। আমরা ক্ষমতায় আসার পরে টেন্ডার বাতিল করলে অনেকেই বলতেন তুঘলকি কারবার চলছে।
নকশায় ভুল থাকা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘এটা আমাকে জানানো হয়নি। আর নকশায় ভুল নাকি ঠিক তা রাজনীতিকরা ঠিক করে না। এই নকশা ছাড়পত্র পেয়েছিল বিগত বাম সরকারের আমলে। এই নকশা ভুল না ঠিক তা আমি বলতে পারব না। এটা ইঞ্জিনিয়াররা ঠিক করেন।’
গতকালই কংগ্রেসের পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট অধীর চৌধুরী বলেন, ‘কোলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হলেন পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। দুর্ঘটনার দায়ে কেন তাকে গ্রেফতার করা হবে না?’
তবে, পুরমন্ত্রী জবাবে বলেন, সকলের যদি মনে হয়, তাহলে আমাকে গ্রেফতার করা হোক। সিপিএম নেতা মুহাম্মদ সেলিম অবশ্য গ্রেফতার প্রসঙ্গে না গিয়ে ফিরহাদ হাকিমের পদত্যাগ দাবি করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ক্ষমা প্রার্থনা দাবি করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন