কোহলিকেই সমর্থন দিলেন ইনজামাম!
দুই দেশের মধ্যে যতই বৈরিতা থাক না কেন, সঠিক কথা বলতে ছাড় দিলেন না ইনজামাম। মুম্বাই টেস্টে শেষ হওয়ার আগেই বেফাঁস মন্তব্য করে বিতর্কের জন্ম দেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।
বিরাট কোহলিকে উদ্দেশ্য করে ছুঁড়ে দেওয়া তার তীর্যক মন্তব্য ঘিরে উত্তাল হয়ে উঠে মিডিয়া এবং ক্রিকেটাঙ্গন। পরদিন ভারত জয় তুলে নেওয়ার কিছু আগে মাঠে কোহলির সঙ্গে বিবাদে জড়ান অ্যান্ডারসন। কিন্তু ইংলিশ অধিনায়ক কুক দায় চাপান কোহলির উপরে! এমতাবস্থায় ভারতের টেস্ট অধিনায়কের পাশে দাঁড়ালেন পাক গ্রেট ইনজামাম উল হক।
মুম্বাই টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে অ্যান্ডারসন কোহলির ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার মতে, কোহলি কেবল উপমহাদেশের টার্নিং উইকেটেই ভালো ব্যাট করতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের গতিময় উইকেটে তাকে খুঁজে পাওয়া যায় না। এই মন্তব্য করে মহাবিপদে পড়েছেন অ্যান্ডারসন। কারণ পরিসংখ্যান বলছে ইংল্যান্ড ছাড়া অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দেশেরও দুর্দান্ত সফল কোহলি। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়া এখন তার সমালোচনায় মশগুল। সেই দলে সামিল হলেন ইনজামাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই পাক গ্রেট বলেন, “তাকেও তো ভারতে খুব বেশি উইকেট পেতে দেখিনি’ “অ্যান্ডারসন যে কোহলির রান ও যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করল, তাতে আমি বিস্মিত হয়েছি। তাকেও তো ভারতে খুব বেশি উইকেট পেতে দেখিনি। ”
এরপরই ইনজির পাল্টা প্রশ্ন, “অ্যান্ডারসন কি বোঝাতে চেয়েছে, যদি আপনি ইংল্যান্ডে রান করেন, তবেই আপনাকে ভালো ব্যাটসম্যানের সার্টিফিকেট দেওয়া হবে? ইংলিশ বা অস্ট্রেলীয় খেলোয়াড়েরাও কি উপমহাদেশে এসে ভোগেনি? তাতে কি প্রমাণ হয় ওরা বাজে খেলোয়াড় বা দুর্বল দল?”
যে কোনো পরিস্থিতিতে কোহলি দলের প্রয়োজনে রান মেশিন হয়ে উঠতে পারে-এই যোগ্যতাই কোহলির প্রতি ইনজামামের দুর্বলতার কারণ। কোহলিকে শুধু একজন দুর্দান্ত ক্রিকেটারই নয়; বরং সত্যিকারের ম্যাচ উইনার বলে মনে করেন সাবেক পাক অধিনায়ক। দলের বিপদে যে ক্রিকেটারের ব্যাট হেসে উঠে তাকে অযৌক্তিকভাবে খারাপ বলার কোনো কারণ নেই জানিয়ে ইনজি যোগ করেন, “আমি সব সময় একজন ব্যাটসম্যানকে বিবেচনা করি ওর রান দলকে জেতাতে কতটা ভূমিকা রাখল সেটা দিয়ে। আপনি কোথায় রান করলেন, সেটা আমার কাছে বড় বিষয় নয়। কারণ টেস্টে সব রানই রান। “
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন