কোহলিকে রাগাতে চান স্মিথ

এখনও পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ শেষ হয়নি। এরই মধ্যে ভারতকে নাস্তানুবাদ করার পরিকল্পনা করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। আপাতত যেই লড়াইটা শুরু করেছেন অজি ক্রিকেটাররা, সেটার নাম মানসিক লড়াই। ভারত সফরে আসন্ন চার ম্যাচ টেস্ট সিরিজে প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলির মেজাজ বিগড়ে দিতে চান স্মিথ।
গত কয়েক মাস ধরে দুর্দান্ত ফর্মে কোহলি। সর্বশেষ সমাপ্ত টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ে তিনি ১০৯.১৬ গড়ে রান করেন ৬৫৫। টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে স্মিথের পরেই অবস্থান ভারতীয় ব্যাটসম্যানের। কোহলিকে নিজের পরের স্থানে দেখা নিয়ে কোনও সন্দেহ নেই অস্ট্রেলীয় অধিনায়কের, ‘সে বিশ্বমানের একজন খেলোয়াড়। গত দেড় বছর ধরে সে ভারতীয় দলকে অসাধারণ নেতৃত্ব দিয়ে গেছে। এ সময়ে তারা অনেক ম্যাচ জিতেছে। যদিও তারা দেশের মাটিতে বেশি খেলেছে। কিন্তু তার শারীরিক ভাষার অনেক উন্নতি হয়েছে।’
কোহলির আবেগ নিয়ে খেলা করতে চান স্মিথ। মাঠের বাইরের বিভিন্ন ঘটনা উল্লেখ করে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘কোহলি মাঠের বাইরে খুব আবেগী। কিন্তু সেখানেও সে অনেক উন্নতি করেছে। আমার মতে একটি দল হিসেবে তাকে আবেগের জায়গায় আঘাতের চেষ্টা করতে হবে আমাদের। তাকে একটু রাগাতে পারলে অন্য কিছু হতে পারে। তাকে ওই পর্যায়ে নিতে পারলে ভারতীয় দল অনেকটা ভঙ্গুর হয়ে পড়বে।’ সূত্র- মিড ডে
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন