কোহলিদের খেলা দেখতে ঘরের মাঠে নেই ধোনি। কেন? জানলে শ্রদ্ধা আরও বাড়বে!

পরের সপ্তাহে ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাকাপাকিভাবে জায়গা করে নিতে চলেছে রাঁচির ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার ক্রিকেট স্টেডিয়াম। দেশের ২৬তম টেস্ট ভেন্যু হিসেবে জায়গা করে নেবে রাঁচি স্টেডিয়াম। গর্বের এই মুহূর্তে অবশ্য থাকছেন না রাঁচির ঘরের ছেলে মহেন্দ্র সিংহ ধোনিই।
ধোনি নিজে এই ব্যাপারে খোলসা করে না জানালেও এই বিষয়ে মুখ খুলেছেন ঝাড়খণ্ড ক্রিকেট দলের ম্যানেজার পিএন সিংহ। সর্বভারতীয় বিভিন্ন প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সম্প্রতি জানিয়েছেন, বিজয় হাজারের নক আউট পর্বেও ধোনি দলের সঙ্গে থাকছেন। সেই কারণেই তিনি থাকতে পারবেন না রাঁচি স্টেডিয়ামে।
বিদর্ভের বিরুদ্ধে বিজয় হাজারের ম্যাচ খেলতে ধোনিসহ ঝাড়খণ্ড দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দিল্লিতে। দলের সঙ্গে ধোনি না গেলেও সোমবার তিনি পৌঁছোচ্ছেন রাজধানীতে। ১৫ তারিখে বিদর্ভকে হারালেই ১৭ তারিখে সেমিফাইনাল রয়েছে কোটলাতেই। ধোনিকে দলে পেয়ে ঝাড়খণ্ড সেমিতে পৌঁছোনোর ব্যাপারে অনেকটাই আশাবাদী।
এর আগে রাঁচি স্টেডিয়ামের পিচ নিয়ে পরিচর্যা করতে দেখা গিয়েছিল ধোনিকে। নিজের শহরের পিচের সুনাম রক্ষা করতে তিনি কতটা যে মরিয়া, তার প্রমাণ পাওয়া গিয়েছিল।
এদিকে, ১৬ তারিখ থেকে রাঁচিতে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। তৃতীয় টেস্ট পাঁচদিন গড়ালে অবশ্য শেষ দু’দিন স্টেডিয়ামে দেখা যেতেই পারে মাহিকে। সেই আশাতেই দিন গুনছেন রাঁচির ক্রিকেটপ্রেমীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন