কোহলির ইতিহাস গড়ার দিনে ভারতের রানের পাহাড়
তিন ম্যাচ সিরিজের ৩য় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে ভারত। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ৫৫৭ রান করে ইনিংস ঘোষণা করে কোহলির দল। এরপর প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৮ রান করে দিনশেষ করে কিউইরা।
ইন্দোরে ২৬৭ রান আর হাতে ৭ উইকেট নিয়ে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা এদিন হয় দুর্দান্ত। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন আজিঙ্কা রাহানে। অন্যদিকে, আগের দিনের সেঞ্চুরিয়ান কোহলি এদিন হাঁকান নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। একই সাথে রাহানেকে সঙ্গে নিয়ে গড়েন ৪র্থ উইকেটে ভারতের সবচেয়ে বড় জুটি। দলীয় স্কোরে দুজনের ৩৬৫ রান যোগ হতেই ব্যক্তিগত খাতায় ২১১ রান করে অধিনায়ক কোহলি ফেরেন সাজঘরে।
এরপর রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে নতুন জুটি গড়েন রাহানে। দলীয় ৫০৪ রানে রাহানে ১৮৮ রান করে আউট হবার পর জাদেজা সঙ্গ দেন শর্মাকে। দু’জনের ৫৩ রানের সুবাদে দলীয় স্কোরে ৫৫৭ রান হতেই ৫ উইকেট থাকতে ইনিংস ঘোষণা করে ভারত। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে গাপটিলের অপরাজিত ১৭ ও লাথামের অপরাজিত ৬ রানে বিনা উইকেটে ২৮ রানে দিনশেষ করে নিউজিল্যান্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন