কোহলির কোলে এ কোন সেলেব কন্যা?
জিবার পর হিনায়ার সঙ্গে বিরাটের ছবি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট মাঠের খারাপ সময় কাটল হিনায়ার আদরে। যা নিয়ে আপ্লুত ভারত অধিনায়ক। সময়টা বেশ খারাপ যাচ্ছে বিরাট কোহালির। আইপিএল-এ দলের হাল বেহাল। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। সেমিফাইনালে যাওয়া প্রায় অসম্ভব। নিজেরও ব্যাটে রান নেই। দলের হারের মধ্যে নিজের ব্যাডপ্যাচ কাটিয়ে উঠতে না পারার যন্ত্রণাটা তো রয়েছেই। শেষ ম্যাচে মাত্র ২০ রানেই আউট হয়ে গিয়েছেন। এই অবস্থায় যেন একটু রিলিফ ওই ছোট ছোট হাতগুলোর তাঁর গালে খেলে যাওয়া। কখনও সে হরভজনের মেয়ে তো কখনও ধোনির।
মঙ্গলবার ওই ছোট ছোট হাতের ছোঁয়ায় যেন হাসি ফিরল বিরাট কোহালির মুখে। নিজেই সেই ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে হরভজনের মেয়ে হিনায়া বিরাটের কোলে উঠে আবার তাঁরই দাঁড়ি নিয়ে খেলছে। আর সেটাই লিখেছেন বিরাট। দ্বিতীয় ছবিটি আগেই পোস্ট করেছিলেন। যেখানে দেখা যাচ্ছে ধোনির মেয়ে জিবা তাঁর ফোন নিয়ে খেলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন