কোহলির জন্মদিনে আনুশকার পার্টি

ভারতীয় ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন ছিল শনিবার (৫ নভেম্বর)। ২৮ বছরে পা দিয়েছেন এই তারকা ব্যাটসম্যান। আর জন্মদিনটা নেহাত মন্দ কাটালেন না তিনি। দিনটি শুরু করেন নিজ বাসায় ভারতীয় দলের জার্সির আদলে তৈরি কেক কেটে। আর রাতে তার প্রেমিকা আনুশকা শর্মার সঙ্গে পার্টি দিয়ে শেষ করেন জন্মদিন।
শনিবার সকালে টিম ভারতের জার্সির আদলে কেক কেটে বাড়ি ছাড়েন বিরাট। পরে আর একদফা কেক কাটা হলো টিম হোটেলে যেখানে প্রথম টুকরোটা অধিনায়ক খাইয়েছেন কোচ অনিল কুম্বলেকে।
ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ৯ নভেম্বর থেকে। প্রথম টেস্ট হবে রাজকোট। শনিবার জন্মদিনের দিন সেই রাজকোটে পৌঁছালেন কোহলি। তবে একা একা নয়। রীতিমতো প্রেমিকা আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে! দুজনকে একসঙ্গে গাড়িতেও দেখা যায়। এমনকি দু’জনকে হাত ধরাধরি করে হোটেলে ঢুকতেও দেখা গিয়েছে।
যার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোড়ন। রাতে বিশেষ পার্টিও ছিল। শুধু তাই নয়, কোহলির হোটেল রুমটি নাকি আনুশকা নিজ হাতেই সাজিয়ে দিয়েছিলেন। তাহলে বলাই যেতে পারে কোহলি তার ২৮তম জন্মদিনটা খারাপ কাটাননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন