সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোহলির দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় স্কোরের পথে ভারত

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৭ বছর পর এই প্রথম ভারতে খেলতে গেছে বাংলাদেশ টেস্ট দল।

অধিনায়ক মুশফিকের নেতৃত্বে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক বিরাট কোহলি।

তবে এখন পর্যন্ত ৭.৫ ওভারে তিন উইকেট হারিয়ে ২৬৬ রান তুলে নিয়েছে স্বাগতিকরা।

এদিন হায়দরবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ভারতের হয়ে ব্যাটিংয়ে নামেন মুরালি বিজয় এবং লোকেশ রাহুল। প্রথম ওভারে বাংলাদেশের হয়ে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ। আর তার ওভারে চতুর্থ বলে লোকেশ রাহুলকে বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। আর তাতে দলীয় ২ রানের মাথায় ভারতের প্রথম উইকেটের পতন ঘটে।

দলীয় ৬৮ রানের মাথায় সহজ রান আউটের সুযোগ নষ্ট করেন মেহেদি হাসান মিরাজ। রান নিতে গিয়ে মুরালি বিজয় আর চেতশ্বর পুজারার ভুল বোঝাবুঝিতে একপ্রান্তে ছিলেন দুই ব্যাটসম্যান। ফিল্ডারের হাত ঘুরে হাতে বল জমা হলেও স্ট্যাম্প ভাঙতে পারেননি টাইগার স্পিনার মিরাজ। বেঁচে যান বিজয়।

প্রথম সেশনে টাইগারদের প্রাপ্তি ছিল এক উইকেট। লোকেশ রাহুলের উইকেট হারিয়ে প্রথম সেশনে ২৭ ওভার ব্যাট করে স্বাগতিকরা তোলে ৮৬ রান। পানি পানের বিরতির আগে ৪৪ ওভার ব্যাট করে ভারত এক উইকেট হারিয়ে তোলে ১৪৬ রান। এর পর দ্বিতীয় উইকেটের পতন ঘটে ১৮০ রানের মাথায়। পূজারাকে ব্যক্তিগত ৮৩ রানের মাথায় আউট করে সাজঘরে পাঠান মেহেদী মিরাজ।

এরপর বিজয়কে সঙ্গ দিতে মাঠে নামেন অধিনায়ক বিরাট কোহলি। দুইজন মিলে বেশ ভালোভাবে টেনে তুলেন দলকে। এই সুযোগে ব্যক্তিগত শতক তুলে নেনে বিজয়। তবে ১০৮ রানের মাথায় স্পিনার তাইজুল ইসলামের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরান তিনি।

এখন রাহানে (১০) নিয়ে মাঠে রয়েছেন বিরাট কোহলি (৫৬)। দুই জন মিলে বেশ দায়িত্বশীল ব্যাটিং উপহার দিয়ে যাচ্ছেন। যার সুবাধে বড় স্কোরের পথে এগোচ্ছে ভারত।

প্রসঙ্গত, ভারত এর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে আটবার মুখোমুখি হলেও প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে টাইগারদের মাটিতে। তাই দু’দেশ তথা পুরো বিশ্বই এই টেস্টের দিকে নজর রাখছে। পাশাপাশি দু’দল রয়েছে দুই মেরুতে। ভারত বর্তমানে টেস্টের শীর্ষ দল। আর বাংলাদেশ রয়েছে নয় নম্বরে।

ভারতের বিপক্ষে এর আগে আট টেস্টে বাংলাদেশ কখনোই জিততে পারেনি। ছয় টেস্টে হারের বিপরীতে দুই টেস্টে ড্র করেছে টাইগাররা। যেখানে চারটি টেস্টই ছিল ইনিংসে হার। আর ড্র দুটি টেস্টই এসেছে বৃষ্টির কল্যাণে। তবে এবারের বাংলাদেশ দল খুবই প্রত্যয়ী। কারণ ক’দিন আগেই নিউজিল্যান্ডে মাটিতে তাদের সঙ্গে বুক চিতিয়ে খেলেছে মুশফিক-তামিমরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি