কোহলির দেড় শ, ৪০০ ছাড়াল ভারত

হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না টাইগার বোলারদের মধ্যে। উল্টো ওয়ানডে স্টাইলে ব্যাটিং তাণ্ডব শুরু করেছে স্বাগতিক ভারত। গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে মিলে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়েছেন। দুজনে মিলে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭৪ রানে জুটি গড়ে ফেলেছেন। ভারতের স্কোর ৪০০ ছাড়িয়ে গেছে।
বিরাট কোহলি আর রাহানে জুটিতে প্রথম ৫০ আসে ৯৭ বলে। রান তিন অংকে নিয়ে যেতে দুই ব্যাটসম্যান খেলেন ১৩৮ বল। জুটির দেড় শ আসে ১৯৫ বলে। মিডল অর্ডার ব্যাটসম্যান রাহানে দ্বিতীয় দিন সকালে পৌঁছান অর্ধশতকে। পঞ্চাশে যেতে খেলেন ৭৩ বল। এই সময়ে তার ব্যাট থেকে আসে ৮টি চার। অন্যদিকে ১৭০ বলে ১৯টি বাউন্ডারিতে ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন অধিনায়ক বিরাট কোহলি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৪১১ রান। কোহলি ১৫১ এবং রাহানে ৬০ রানের ব্যাট করছেন। এর আগে গতকাল ৩ উইকেটে ৩৫৬ রানে দিন শেষ করেছিল স্বাগতিক ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন