কোহলির পক্ষে সাফাই গাইলেন শচিন

টি২০ ক্রিকেটে বিরাট কোহলি মানে ব্যাট হাতে তাণ্ডব। তাই তার গুণগানে মগ্ন ক্রিকেট পাড়ার বিশিষ্ট জনেরা। এবার সেই শচিন টেন্ডুলকরও তার প্রতি মুগ্ধতার কথা জানালেন। দুবাইয়ের একটি সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে কোহলির পক্ষে কথা বললেন টেন্ডুলকর।
শচিনকে নিজের আদর্শ বলে মনে করেন ভারতের টেস্ট দলের অধিনায়ক কোহলি। এবার সেই কোহলিকে নিয়েই সচিন বললেন, ‘‘বিরাট সোজা ব্যাটে খেলে এবং ক্রিকেটীয় শট খেলে রান করে। ও বিশেষ প্রতিভাবান। নিজের খেলা নিয়ে কঠোর পরিশ্রম করে। ওর শৃঙ্খলা এবং দায়িত্ববোধ অনুকরণীয়।’’ টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি— ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ব্যাটসম্যান বিরাটের দাপট দেখে মুগ্ধ মাস্টার ব্লাস্টার। বলেছেন, ‘‘টেকনিক নিয়ে কোনও আপস না করেই সমস্ত ধরনের ফর্ম্যাটে সফল ও। সেই সঙ্গে মানসিকভাবে দারুণ শক্তিশালী এবং চাপের মুখে খুব ভাল খেলে।’’
নবম আইপিএলে ক্রিকেটের মান নিয়েও খুশি টেন্ডুলকর। বলেন, ‘‘আইপিএলে প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ বাড়ছে। গত দু’মরসুম ধরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঠিক হচ্ছে কোন চারটি দল প্লে-অফে যাবে। টুর্নামেন্টের পক্ষে এই ব্যাপারটা খুব ইতিবাচক,’’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন