কোহলির মতো হতে চান মুমিনুল

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই তিনি। তবে টেস্ট দলের তিনি নিয়মিত মুখ। লঙ্গার ভার্সনে তিনি দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান।
সাদা পোশাকে নিয়মিত খেললেও রঙিন জার্সিতে তাকে অনেক দিন ধরে দেখা যাচ্ছে না। বলছি মুমিনুল হকের কথা। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে বিবেচনা করা হয়নি। ২০১৫ সালের জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ তিনি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।
তবে ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন তিনি। আর এর মধ্য দিয়ে তিনি নিজেকে আরো একবার প্রমাণ করতে চান। তিনি মনে করন এবার তার জাতীয় দলে ফেরার বাঁচা-মরার লড়াই। নিজেকে বিরাট কোহলির মতো দেখতে চান এই ক্রিকেটার।
রঙিন জার্সিতে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘আমার একটাই মন্ত্র- কঠোর পরিশ্রম করতে হবে। ফিটনেস ফিরে পেতে আমি কাজ করে যাচ্ছি। কারণ, আমাকে কোহলির মতো হতে হবে। গেল কয়েক বছর ধরে কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। সে বেশ ধারাবাহিক। তবে বিশ্বকাপে তার পারফরম্যান্স দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। তার দারুণ ফিটনেস। আর সেই ফিটনেস তাকে ভালো খেলতে সহায়তা করে। সে এক রানকে দুই রানে পরিণত করে। আর দুই রানতে তিনে।’
ভারতের হার্ড হিটার ব্যাটসম্যানের প্রশংসা করে মুমিনুল আরো বলেন, ‘সে কোনো অর্থডক্স শট খেলে না। পাওয়ার ক্রিকেটও খেলে না। তার রানিং বিটুইন দ্য উইকেট অসাধারণ। মাঠে ছক্কার কোনো ঝড় তোলেন না। দৌড়েই ৩০-৪০ রান করেন। তারপরও ৫০ বলে ৮০-৯০ রান করে ফেলেন। সে যদি ফিটনেসের কারণে নিজের অবস্থান ও পারফরম্যান্স ধরে রাখতে পারে, তাহলে আমিও পারব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন