কোহলির লজ্জাজনক নতুন রেকর্ডের নেপথ্যে পাকিস্তানি এই নারী!
গতকাল ভারতের অধিনায়ক বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে ফিরে গেছেন। দারুণ ফর্মে থাকা কোহলি ১৮১ ম্যাচের ১৭৩ ইনিংসে এ নিয়ে ১১ বার আউট হলেন শূন্যরানে। তবে সর্বশেষ শূন্যরানে আউট হয়েছিলেন প্রায় বছর তিনেক আগে। সেটাও আবার এই ইংল্যান্ডের বুকেই।
অতিরিক্ত আত্মবিশ্বাস থাকার কারণেই ভারতকে বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে সাত উইকেটে শোচনীয় পরাজয় মেনে নিতে হয়েছে। ম্যাচের পর এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট মহলে। তবে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আরও একটি ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আলোচনা শুরু হয়ে গিয়েছে। তা হল কোনও রান না করেই ভারত অধিনায়ক বিরাট কোহলির ড্রেসিংরুমে ফিরে যাওয়া।
ক্রিকেটকে বলা হয় চরম অনিশ্চয়তার খেলা। যেখানে একটি বলেই পাল্টে যেতে পারে ম্যাচের ভাগ্য। সেখানে একদিন বিরাট নাহয় শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরলেন, তাতে ‘মহাভারত অশুদ্ধ’ হওয়ার মতো কিছু তো হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়া এই তত্ত্ব মানতে নারাজ। তাদের দাবি অনুযায়ী, বিরাটের শূন্য রানে প্যাভিলিয়নে ফেরার পিছনে হাত রয়েছে পাকিস্তানের একটি টিভি চ্যানেলের ক্রিকেট বিশেষজ্ঞ এবং সাংবাদিক জাইনাব আব্বাসের।
কিন্তু খেলা ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেখানে বিরাটের শূন্য হাতে ফেরার জন্য এই নারী ক্রিকেট বিশেষজ্ঞ ও সাংবাদিক কীভাবে দায়ী থাকবেন। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচের আগে অধিনায়ক এ বি ডিভিলিয়ার্সের সঙ্গে একটি সেলফি তুলেছিলেন জাইনাব আব্বাস। এরপর ম্যাচে খাতা খুলতেই পারেননি প্রোটিয়া অধিনায়ক। বৃহস্পতিবার ভারত অধিনায়কের সঙ্গেও সেলফি তোলেন তিনি। আর তারপরই প্রায় তিন বছর পর ওয়ানডে ক্রিকেটে শূন্য রানে আউট হলেন বিরাট।
এই দু’টি ঘটনার সাপেক্ষেই সোশ্যাল মিডিয়ায় জাইনাব আব্বাসকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। পাকিস্তানি এক সমর্থক দাবি তোলেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের দিনও জাইনাব আব্বাস যেন অ্যাঞ্জেলো ম্যাথিউজের সঙ্গে ছবি তোলেন। ’
উল্টোদিকে, অনেক ভারতীয় সমর্থকই আবার কটাক্ষ করেছেন তাকে। কেউ লেখেন, ‘আব্বাসের সেলফির অভিশাপ ফিরে এসেছে। আগের দিন ডিভিলিয়ার্স আর এবার কোহলি। ’
আরেকজন লেখেন, ‘দুই দুর্দান্ত ব্যাটসম্যান, আগেরদিন ডিভিলিয়ার্স এবং আর এদিন কোহলি- সেলফি তোলার পরই আধুনিক ক্রিকেটের অন্যতম দুই স্তম্ভ শূন্য রানে ফিরে গেলেন। ’
আরেক ভারতীয় সমর্থক দাবি তোলেন, ‘আগামিদিনে যে কোনও ধরনের আইসিসি ইভেন্টে জাইনাব আব্বাস যেন ভারতের অন্যান্য ব্যাটসম্যানদের থেকে দূরে থাকেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন