কোহলির হুঙ্কার, এখন সাবধান অস্ট্রেলিয়া!

বিরাট কোহলির বড় হুঙ্কার। এরই মধ্যে চারটি সিরিজে চারটি দু’শোয় ছাপিয়ে গেলেন ব্র্যাডম্যানকেও ২৪৬ বলে ২০৪ রানের রাজকীয় ইনিংস, স্ট্রাইক রেট ৮২.৯২। কোহলির হুঙ্কার, এখন সাবধান অস্ট্রেলিয়া!
ফের বিরাট বিক্রম। শুক্রবার ওর ক্লাসিক ডাবল সেঞ্চুরি সম্ভবত এই টেস্টের ভবিষ্যৎও নির্ধারিত করে দিল। তার সঙ্গে আমি আরও একটা কথা বলতে চাই। স্টিভ স্মিথদের দুঃস্বপ্নের রাতও বোধহয় শুরু হয়ে গেল।
বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টকে আমি অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বৈরথের আগে প্রস্তুতির মঞ্চ হিসাবে দেখছি। স্বপ্নের ফর্মে থাকা কোহলির টানা চার টেস্ট সিরিজে চারটি ডাবল সেঞ্চুরি অস্ট্রেলিয়া শিবিরের কাছে বড় আতঙ্ক তৈরি করে দিল। ওর এই আগ্রাসী মেজাজের সামনে ক্রিকেটের কোনও রেকর্ডই আর সুরক্ষিত নয়।
এক বন্ধু ফোন করে জানতে চাইছিলেন, এমন ধারাবাহিকতা কি সচিন তেন্ডুলকরেরও ছিল? আমি তুলনায় যাব না। সচিন যেভাবে ক্রিকেট শুরু করেছিল এবং পরে চোটের জন্য যেভাবে খেলার ধরন পাল্টে ফেলেছিল, সেটা একমাত্র সচিন বলেই সম্ভব হয়েছিল। তবে এটাও মানতে হবে সচিনের পর যে কোনও প্রতিপক্ষ শিবিরে যাকে নিয়ে ত্রাসের সঞ্চার হয়ে থাকে, তার নাম বিরাট কোহলি।
ক্রিকেটে একটা প্রচলিত ধারণা রয়েছে, অধিনায়কত্বের গুরুদায়িত্ব যে কোনও তারকা ব্যাটসম্যানের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে। তার অনেক উদাহরণও রয়েছে। কিন্তু বিরাট এখানেও ব্যতিক্রমী।
ওকে কাছ থেকে দেখে যেটা আমি উপলব্ধি করেছি সেটা হল, বিরাটের মধ্যে দলকে নেতৃত্ব দেওয়ার একটা সহজাত প্রতিভা রয়েছে। তারই সঙ্গে রয়েছে সতীর্থদের ক্রমাগত উৎসাহ দিয়ে তার মধ্যে থেকে সেরা ক্রিকেট বার করে নেওয়ার ক্ষমতা।
চতুর্থ উইকেটে অজিঙ্ক রাহানের সঙ্গে জুটি বেঁধে কোহলি ২২২ রান করেছে। আমি লক্ষ্য করছিলাম, রাহানে প্রত্যেকটা ডেলিভারি খেলার পরেই কখনও এগিয়ে এসে, আবার কখনও নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে হাতের ইশারায় ওকে উৎসাহ দিয়ে যাচ্ছিল বিরাট। ওর এই দৃষ্টিভঙ্গিই পাল্টে দিয়েছে ভারতীয় দলকে।
তবে কোহলির কীর্তির দিনে মন ভরে গেল ঋদ্ধিমান সাহা’র ১০৪ রানের অপরাজিত ইনিংসে। বিশেষ করে, ৯৮ রানে দাঁড়িয়ে থাকা ঋদ্ধি যেভাবে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে ছয় মেরে সেঞ্চুরি করল, সেটা আরও এক সোনালি মুহূর্ত। আমি অবদান।
পার্থিব পটেলের সঙ্গে ঋদ্ধির একটা লড়াই মিডিয়া তৈরি করে দিয়েছিল। মাঠের বাইরের বিষয় নিয়ে না ভেবে খেলার প্রতি নিবিড় মনঃসংযোগের ‘বিরাট মন্ত্র’ পাল্টে দিয়েছে ঋদ্ধির মানসিকতা। আশা করি, এই ইনিংসের পর কেউ পার্থিব পটেলের সঙ্গে ওর ছায়াযুদ্ধ তৈরি করার চেষ্টা করবেন না!-এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন