কোয়েলের সংসারে ভাঙনের সুর?
বিচ্ছেদের হাওয়ায় যেন ভাসছে টলিউড তারকারা। অভিনেত্রী রচনা ব্যানার্জির বিচ্ছেদের গুঞ্জনের পর এবার খবর চাউর হলো কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিকের বিচ্ছেদের খবর। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে কোয়েল প্রেম করে বিয়ে করেছিলেন প্রযোজক নিস পাল সিংকে। বিয়ের পর চুটিয়ে সংসারও করছিলেন তারা। শ্বশুর, শাশুড়ি, স্বামীকে নিয়েই চলছিল কোয়েলের সুখের সংসার। কিন্তু তার মধ্যেই যেন বিষাদের সুর বাজতে শুরু করেছে। কোয়েল বর্তমানে তার বাবার বাড়িতে থাকছেন।
শোনা যাচ্ছে, এখন নাকি কোয়েলে মন নেই ওই প্রযোজকের। তিনি নাকি অন্য এক নায়িকার প্রেমে মজেছেন। আর তাতে বেজায় চটেছেন ওই নায়িকা। তারপরই বাবা-মায়ের কাছে চলে এসেছেন তিনি। তবে এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তাদের। তবে টিনসেল টাউনে তাদের বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা চলছে। যদিও এ বিষয়ে কেউ কোনো বক্তব্য দেননি।
বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে বিচ্ছেদের হাওয়া এবার টলিউডেও প্রবলভাবেই বইছে। রণবীর-ক্যাটরিনা, ফারহান-অধুনার মতো ঘর ভাঙছে রচনারও। স্বামী প্রবল বসুর সঙ্গে নাকি ইতিমধ্যেই বেশ দূরত্ব বেড়েছে রচনার।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













