ক্যাচের গুরুত্ব বুঝতে পারছে না বরিশাল!
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম চার ম্যাচে তিন জয়ের পর টানা তিন ম্যাচে হেরেছে বরিশাল বুলস। চট্টগ্রামের তিনটি ম্যাচেই হেরে যায় তারা। আর এ হারের অন্যতম প্রধান কারণ ফিল্ডিং ও ক্যাচ মিস। প্রতি ম্যাচেই নিয়মিত ক্যাচ মিস করছেন তারা। খেলোয়াড়দের প্রতিটা ক্যাচের গুরুত্ব বুঝাতে ব্যর্থ হচ্ছেন বলে মনে করেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিক বলেন, ‘পুরো টুর্নামেন্টে যদি বলি আমরাই একমাত্র দল যারা প্রতিটা ম্যাচেই দুই-একটা ক্যাচ ছেড়েছি। যেখানে আপনি টপ টিমের সঙ্গে খেলবেন, সেখানে যদি আপনি তিন/চারটা ক্যাচ প্রতি ম্যাচে ছাড়েন তাহলে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন। আমাদের অধিনায়ক বা কোচেরও ভুল আছে যে আমরা ওদের বুঝাতে পারছি না কতটা গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউশন।’
এদিন স্থানীয় দল চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ৭৮ রানের বড় হারের স্বাদ পায় বরিশাল। প্রথমে ব্যাটিং করে ১৮৫ রানের বড় সংগ্রহ করে তামিমবাহিনী। আর এ বড় সংগ্রহের মূল কারণ ছিল পাঁচ/পাঁচটি ক্যাচ মিস। তবে শুধু ম্যাচ মিস নয়, সব বিভাগেই খারাপ করার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করেন মুশফিক।
‘শুধু ক্যাচ নয়, আমার মনে হয়, বোলিংটাও… অনেক বলে ওরা সহজেই বাউন্ডারি পেয়ে গেছে। তবে ১৮০ তাড়া করা সম্ভব। আপনারা আগের রাতে দেখেছেন। কমপক্ষে প্রথম ৬টা ওভার ভালো খেলতে হবে। সেক্ষেত্রে বলবো তিনটা বিভাগেই আমাদের দিনটা খারাপ কেটেছে। আমাদের দলের অন্যান্য ব্যাটসম্যানদেরও দায়িত্ব নিতে হবে। কারণ একজন ব্যাটসম্যান ধারাবাহিকভাবে রান করে যেতে পারবে না।’
‘প্রতি বল মারতে চাইলে তারা দেবে না। এখানেই ভুল হয়েছে আমাদের। আমরা বল সিলেকশনে ভুল করেছি। তারা দারুণ বোলিং করেছে। আশা করি আমরা পরবর্তী ম্যাচে ভালো করতে পারবো। ভালোভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো।’
ঢাকা পর্বে চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে বরিশাল। তাই ঢাকাতে ফিরে আবার জয়ের ধারায় ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মুশফিক, ‘এ স্মৃতি অবশ্যই ভুলে যেতে চাই। ঢাকায় আমাদের ভালো স্মৃতি আছে। সেখানে ভালো শুরু করতে করতে চাই। এখনো বেশ কয়েকটি ম্যাচ আছে আমাদের।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন