ক্যাচ দিয়েও নট আউট মইন!

এমন সৌভাগ্যের ছোঁয়া কি টেস্ট ক্যারিয়ারে পেয়েছেন মইন আলী? সম্ভবত না। প্রথম ইনিংসে তিনবার বেঁচে গিয়েছিলেন সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি বা রিভিউর কল্যাণে। আজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় যেভাবে বাঁচলেন তা এককথায় অবিশ্বাস্য।
২৮ রানে তিন উইকেট হারিয়ে ইংল্যান্ড তখন ভীষণ বিপদে। মধ্যাহ্ন-বিরতির শেষে দ্বিতীয় সেশনের খেলা চলছিল। সাকিব আল হাসানের বল সুইপ করতে চেয়েছিলেন মইন। টাইমিং ঠিক হয়নি, বল ব্যাট ছুঁয়ে চলে যায় ব্যাকওয়ার্ড শর্ট লেগ ফিল্ডার মুমিনুল হকের হাতে।
প্রতিপক্ষের চতুর্থ উইকেটের পতনে পুরো বাংলাদেশ তখন উল্লসিত। মইন অবশ্য হাঁটা শুরু না করে কিছু বললেন আম্পায়ারকে। আম্পায়ার দ্বারস্থ হলেন টিভি আম্পায়ারের। তারপরেই জানা গেল মইন আউট হননি!
টিভি রিপ্লেতে দেখা যায়, বল মুমিনুলের হাতে লেগে তাঁর হেলমেটের গ্রিলে ধাক্কা খেয়েছিল। তারপরই বলটি তালুবন্দি করেছিলেন তিনি। কিন্তু ক্রিকেটের নিয়ম অনুযায়ী, ক্যাচ নেওয়ার আগে বল ফিল্ডারের প্রতিরক্ষামূলক সরঞ্জামে (এখানে হেলমেট) আঘাত করলে তা আউট হবে না। আর এই নিয়মটি আরেকবার বাঁচিয়ে দিয়েছে ছয় রানে দাঁড়িয়ে থাকা মইনকে। আজ অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১৪ রান করে সাকিবের বলেই ক্যাচ দিয়েছেন মুশফিকুর রহিমকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন