ক্যাচ মিসের কারনে সিরিজ জেতা হলো না বাংলাদেশের..!
ক্রিকেটে একটি প্রবাদ বেশ প্রচলিত। ক্যাচ মিস তো ম্যাচ মিস! বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষের স্লগ ওভারে বেশ ধীরে–সুস্থে এগোতে থাকে ইংলিশ ব্যাটসম্যানরা। কিন্তু ৪৬.৪ ওভারের মাথায় তাসকিনের বল থেকে সহজ একটি ক্যাচ ফেলে দেন ইমরুল কায়েস। এর পরেই ওকসের ক্যাচ ফেলার খেসারত দিতে হল বাংলাদেশ দলকে। যে ওকস ১৫ রানেই আউট হয়ে যেত। অথচ সেই ওকস চার-ছয়ে ২৭ রানে অপরাজিত থেকে ইংলিশদের জেতান।
এর আগে ব্যক্তিগত সপ্তম ওভারে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে ফেরালেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আউট হওয়ার আগে ২৬ বলে ২৫ রান করেছেন বাটলার। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগে মাশরাফির বলে ক্যাচ আউট হয়ে বিদায় নেন মঈন আলীও।
তিন উইকেট হারানোর পরও ব্যাট হাতে এক প্রান্ত আগলে রাখা বেন ডাকেটে ফেরান শফিউল। ব্যক্তিগত ৬৩ রানের মাথায় শফিউলের বলে মুশফিকের দুর্দান্ত কটের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে।
তাছাড়া নিজের পঞ্চম ওভার বেয়ারস্টোকে ফিরিয়ে দেন শফিউল। দারুণ এক বলে সরাসরি বোল্ড করে বেয়ারস্টোকে ফেরান এই টাইগার পেসার। আউট হওয়ার আগে ১৮ বলে ১৫ রান করেছেন বেয়ারস্টো।
দ্বিতীয় উইকেট জুটিতে ব্যাট হাতে বিপদজনক হয়ে ওঠা বিলিংসকে ফেরান মোসাদ্দেক হোসেন। ব্যাক্তিগত ৬২ রানের মাথায় মোসাদ্দেকের বলে উচিয়ে মারতে গিয়ে ইমরুলের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরত যান বিলিংস।
তবে ইংলিশ শিবিরে প্রথম আঘাতটি হানেন নাসির। দলীয় ৬৩ রানের মাথায় ভিন্সকে বিদায় করেন নাসির। আউট হওয়ার আগে ৩৭ বলে ৩২ রান করেছেন ভিন্স।
টস হেরে আগে ব্যাট করে ২৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। দলের হয়ে অপরাজিত সর্বোচ্চ ৬৭ রান করেছেন মুশফিক। অনেক দিন পর ব্যাট হাতে দ্যুতি ছড়ান মুশফিক। ৫৩ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
অবশ্য শুরুটা বেশ ভালোই হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতেই দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দৃঢ়তায় ৬৫ বলে দলীয় অর্ধশতক রান পূর্ণ করে টাইগাররা। তাছাড়া প্রথম পাওয়ার প্লেতেও কোনো উইকেট হারায়নি বাংলাদেশ দল।
টাইগারদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান এসেছে সাব্বির রহমানের ব্যাট থেকে। এছাড়া তামিম ইকবালের ৪৫ এবং ইমরুল কায়েসের ৪৬ রান দলের সংগ্রহে অবদান রাখে।
এদিকে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। ৭ বলে ৬ রান করে ফিরে যান মাহমুদউল্লাহ। ইংলিশদের হয়ে ৪৩ রান দিয়ে একাই ৪ উইকেট শিকার করেছেন আদিল রশিদ। খালি হাতে ফেরনেনি স্টোকস এবং মঈন আলীও।
দিনের প্রথম মুদ্রা লড়াইয়েও হেরে যায় বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ দলনেতা জস বাটলার। আগের ম্যাচের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে ইংলিশরা দুটি পরিবর্তন নিয়ে দল সাজায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন