‘ক্যাচ মিস’ মানেই কী ‘ম্যাচ মিস’?

শুরু থেকে বোলাররা দারুণ বল করছিলেন। ১০ ওভারে ভারতের সংগ্রহ ছিল তিন উইকেট হারিয়ে ৫২ রান। ১১তম ওভারে বল করতে আসেন তাসকিন আহমেদ। ওভারের তৃতীয় বলে পয়েন্টে দাঁড়িয়ে ফিল্ডিং করা সাকিবের হাতে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা। কিন্তু সেটি ধরতে ব্যর্থ হন সাকিব।
তখন রোহিত শর্মার ব্যক্তিগত রান ছিল ২১। সাকিব ক্যাচ মিস করার পরের বল থেকেই মারতে শুরু করেন রোহিত শর্মা। ওই ওভারের পরের তিন বলে চার, ছয় ও চার মারেন রোহিত।
সেই রোহিত শর্মা ৫৫ বল খেলে ৮৩ রান করে আউট হন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে ভারত। ফলে, বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৬৭ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন