ক্যাটরিনার চুল লাল করতে ৫৫ লাখ রুপি!

চরিত্রের জন্য একেবারে মাপমতো চেহারা তৈরি করতে চান সব শিল্পী। এ জন্য অনেক সময় তাঁদের বেশ খানিকটা ত্যাগ স্বীকার করতে হয়, আবার মাঝেমধ্যে বড় ধরনের ধাক্কা যায় নির্মাতাদের ওপর দিয়ে। কারণ, খরচাপাতির একটা বিষয় তো মাথায় রাখতেই হয়। ‘ফিতুর’ ছবিতে চুলে লালচে আভা নিয়ে আসতে ক্যাটরিনার কত খরচ হয়েছে, জানলে চোখ কপালে উঠে যাবে যে কারো। মিসমালিনী বিস্তারিত খবরে জানিয়েছে, পুরো ৫৫ লাখ রুপি গুনতে হয়েছে নির্মাতাদের—এই রূপসজ্জার জন্য!
চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘গ্রেট এক্সপেকটেশনস’-এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘ফিতুর’। ফিরদৌস জান নাকভী নামের এক কাশ্মীরি কন্যার চরিত্রে এই ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে, বিপরীতে রয়েছেন আদিত্য রায় কাপুর। ছবির জন্য ঠিক যেমন চুলের রং চাইছিলেন, তেমন রং করে দেওয়ার জন্য দেশে নাকি কাউকেই পাওয়া যায়নি। কিন্তু একদম ঠিকঠাক ‘লুক’ না পেলে ক্যাটরিনার তো আর চলবে না। তাহলে?
এ জন্য ক্যাটরিনা গিয়ে হাজির হয়েছেন লন্ডনের একজন বিশেষজ্ঞের কাছে। আর এ জন্য স্বাভাবিকভাবেই তিনি উড়াল দিয়েছেন ভিআইপি উড়োজাহাজে। গিয়ে থেকেছেন পাঁচতারকা হোটেলে। সঙ্গে গিয়েছেন তাঁর ম্যানেজার। শুধু তাই নয়, চুলের এই রঙের বিষয়টি এমন ছিল না যে একবার গিয়ে রং করিয়েই শেষ! একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বেশ কয়েকবার লন্ডন যাতায়াত করতে হয়েছে তাঁকে। সবশেষ আর কি, খরচের তালিকা ধরিয়ে দিয়েছেন নির্মাতাদের হাতে। সেটা দেখে তাঁদের মাথায় হাত দিয়ে বসে থাকলেও আর কিছু করার উপায় ছিল না।
ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের আগ দিয়েই বড়পর্দায় আসছে অভিষেক কাপুরের ‘ফিতুর’। দেখা যাক, এত খরচাপাতি করে চুল রাঙানো কাজে দেয়, নাকি সব বিফলে যায়! এ তো দর্শকই নির্ধারণ করে দেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন