ক্যাটরিনার জন্মদিন পালন করে কী ইঙ্গিত দিলেন রণবীর?

ক্যাটরিনার জন্মদিনের আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু, অতদিন আর অপেক্ষা করতে পারছিলেন না রণবীর। তাই ১৬ জুলাই দিনটি আসার আগেই প্রাক্তন প্রেমিকার জন্মদিন পালন করে ফেললেন তিনি। আবার সেই সেলিব্রেশনের ছবি সোশাল সাইটে শেয়ার করেন ক্যাটরিনা।
বিচ্ছেদ হয়েছে বেশ অনেকদিন আগেই। সেই রেশ কাটতে বেশ অনেক দিন সময় লেগেছিল। ব্রেকআপের পর নাকি একসঙ্গে ছবি করতে অস্বীকার করেছিলেন তাঁরা। তখন সবেমাত্র জগ্গা জাসুসের শুটিং শুরু হওয়ার কথা ছিল। এর জন্য সমস্যায় পড়েন পরিচালক। তারপর অবশ্য পেশাদারি মনোভাব নিয়েই ছবির শুটিং করেন তাঁরা। তবে পরে ছবির শুটিংয়েও আর কোনও সমস্যা হয়নি বলেই জানা গেছে।
আরও শোনা গিয়েছিল, জগ্গা জাসুসের পর আর ক্যাটরিনার সঙ্গে নাকি আর কোনও ছবি করতে চান না রণবীর। যদিও পরে এক সাক্ষাৎকারে এ কথা অস্বীকার করেন রণবীর। তিনি বলেন, যদি পরে ভালো কোনও স্ক্রিপ্ট পান তাহলে অবশ্যই ক্যাটরিনার সঙ্গে করবেন।
সেই যাই হোক না কেন ছবির প্রচারের জন্য এখন যথেষ্ট ব্যস্ত রয়েছেন তাঁরা। আর সেখান থেকেই সময় বের করে ক্যাটরিনার জন্মদিন পালন করলেন রণবীর। ভিডিওতে কেট কাটার সঙ্গে ক্যাটরিনার জন্য গান গাইতে দেখা যায় গোটা ক্রুকে।
অবশ্য জগ্গা জাসুস মুক্তি পেতে না পেতেই পরবর্তী ছবি টাইগার জিন্দা হ্যায়ের শুটিং করতে মরোক্ক চলে যাবেন ক্যাটরিনা। তার আগে ১৬ জুলাই নিউ ইয়র্কে নিজের জন্মদিন পালন করবেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যাচ্ছেন তিনি। আর যেহেতু ক্যাটরিনাকে জন্মদিনের দিন সামনে পাবেন না তাই জন্যই কি তড়িঘড়ি জন্মদিন পালন করে নিলেন রণবীর ? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে…
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন