ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রণবীর

বছর শুরুর দিকে শোনা গিয়েছিল রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফ নাকি আলাদা হয়ে গেছেন। তবে তাঁদের এনিয়ে প্রশ্ন করা হলে বরাবরই এড়িয়ে গেছেন তাঁরা। কিন্তু রণবীর মনে হয় আর বিষয়টি নিয়ে চুপ থাকতে চান না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রসঙ্গটি নিয়ে মুখ খুলেছেন তিনি।
দীপিকার সঙ্গে ব্রেক আপের পর ছ’বছর সম্পর্কে ছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। সম্পর্কের কথা স্বীকারও করেছিলেন তাঁরা। কিন্তু গতবছর শেষ থেকেই নাকি তাঁদের মধ্যে সমস্যা হচ্ছিল। এবছর শুরু দিকে সম্পর্কের ইতি হয়। কিন্তু সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত ব্রেক আপ নিয়ে না রণবীর মুখ খুলেছেন, না ক্যাটরিনা। ক্যাটরিনা অবশ্য মাঝেসাঝে অল্প হিন্টস দিয়েছেন, কিন্তু রণবীর একেবারে স্পিকটি নট।
সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন রণবীর। সাক্ষাৎকারটি প্রকাশ পাবে আজ। কিন্তু সাক্ষাৎকারের যে প্রোমো প্রকাশ পেয়েছে, তাতে রণবীরকে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা গেছে।
প্রোমোতে দেখানো হয়েছে, রণবীরকে তাঁর ব্রেক আপ নিয়ে প্রশ্ন করা হয়েছে। উত্তরও দিয়েছেন রণবীর। বলেছেন, ব্রেক আপের পর তিনি খুব কষ্ট পেয়েছেন। তাঁর বাবা মায়ের পর ক্যাটরিনাই তাঁর জীবনে সবচেয়ে বড় প্রেরণা। প্রেমোতে এতটাই দেখানো হয়েছে। কিন্তু সাক্ষাৎকারে নিশ্চয়ই এর চেয়ে বেশি কিছু বলবেন রণবীর।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন