শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ক্যানসারের লক্ষণ, যা অনেক নারীই এড়িয়ে যান

জীবনযাপনের ধরনের কারণে নারী ও পুরুষের ক্যানসারগুলো এখন প্রায় সমান। তবে লিঙ্গভেদে কিছু ক্যানসার নারী শরীরে বেশি হয়। এর মধ্যে স্তন ও জরায়ু ক্যানসার অন্যতম। বহু নারী এসব ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তবে যদি আগে থেকে লক্ষণগুলো জানা থাকে, তখন প্রাথমিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা নিতে সুবিধা হয়। এতে বাঁচতে পারে অনেক প্রাণ।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি ও  ওয়াইসমাইন্ড হেলদি বডি জানিয়েছে নারী শরীরের কিছু ক্যানসারের লক্ষণ।

১. শ্বাস ছোট হওয়া

ফুসফুসের ক্যানসার পুরুষের ক্ষেত্রে বেশি হয়। তবে এখন জীবনযাপনের ধরনের পরিবর্তনের কারণে নারীরাও ধূমপান করেন। ফুসফুসের ক্যানসারের অন্যতম কারণ ধূমপান। ফুসফুস ক্যানসারে শ্বাস ছোট হয়ে আসে। এমন হলে চিকিৎসকের কাছে যান।

২. কফ ও দীর্ঘমেয়াদি বুকে ব্যথা

বিভিন্ন ধরনের ক্যানসার, বিশেষ করে লিউকোমিয়া ও ফুসফুসের টিউমারের ক্ষেত্রে বাজে ধরনের কফ হতে দেখা যায়। অনেক ফুসফুসের ক্যানসারের রোগীই দীর্ঘমেয়াদি বুকে ব্যথার কথা বলেন। ব্যথা অনেক সময় কাঁধ ও হাতের নিচে ছড়িয়ে পড়ে।

৩. জ্বর ও সংক্রমণ

জ্বর ও সংক্রমণ লিউকোমিয়ার লক্ষণ। এই রক্তকোষের ক্যানসার শুরু হয় বোন ম্যারু থেকে। এই রোগ হলে বিভিন্ন সংক্রমণের সঙ্গে লড়াই করার ক্ষমতা কমে যায়। তাই ঘন ঘন জ্বর ও সংক্রমণ হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

৪. অবসন্নতা ও দুর্বলতা

দীর্ঘমেয়াদি অবসন্নতা ও দুর্বলতা বিভিন্ন ধরনের ক্যানসারের লক্ষণ। অবসন্নতা বিভিন্ন কারণে হতে পারে। তবে যদি দীর্ঘমেয়াদি অবসন্নতা অনুভব করেন, তবে চিকিৎসকের পরামর্শ নিন।

৫. হঠাৎ ওজন কমে যাওয়া

ডায়েট বা ব্যায়াম না করার পরও যদি হঠাৎ ওজন কমে যায়, এটি কিন্তু ক্যানসারের লক্ষণ।

৬. রক্তপাত

যদি ঋতুস্রাবের মধ্যে অস্বাভাবিক রক্তপাত হয়, তবে চিকিৎসকের পরামর্শ নিন। এটি কিন্তু জরায়ুমুখের ক্যানসারের একটি লক্ষণ।

৭. স্তনে পরিবর্তন

যদি স্তনের মধ্যে গুটি ভাব বা বগলে গুটি ভাব অনুভব করেন বা বোঁটায় কোনো পরিবর্তন খেয়াল করেন, তবে চিকিৎসকের কাছে যান। এটি স্তনে সিস্ট হওয়ার লক্ষণ। তবে স্তন ক্যানসারের ক্ষেত্রেও এমন হয়।

৮. সহবাসের সময় রক্তক্ষরণ

সহবাসের সময় রক্তক্ষরণ হওয়া, সাদা চুনের পানির মতো যাওয়া ইত্যাদি জরায়ুমুখের ক্যানসারের উপসর্গ।

৯. খাওয়ায় অরুচি

জরায়ুমুখের ক্যানসারের একটি লক্ষণ হলো খাবারে অরুচি বা পেট ভরা ভাব অনুভব হওয়া। এ ছাড়া বিভিন্ন ক্যানসারের ক্ষেত্রেও এমন হতে পারে। দীর্ঘদিন এমন হতে থাকলে বিষয়টি এড়িয়ে যাবেন না।

১০. ত্বকে পরিবর্তন

ত্বকের রঙে পরিবর্তন দেখতে বা মোল ত্বকের ক্যানসারের প্রচলিত লক্ষণ। এমন হলেও চিকিৎসকের পরামর্শ নিন।

১১. প্রস্রাব বা পায়খানার সঙ্গে রক্ত যাওয়া

যদি প্রস্রাব বা পায়খানার সঙ্গে রক্ত যায়, তবে চিকিৎসকের পরামর্শ নিন। পায়খানার সঙ্গে রক্ত যাওয়া পাইলসের লক্ষণ। এটি কিন্তু কোলন ক্যানসারেরও লক্ষণ। প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া ব্লাডার অথবা কিডনি ক্যানসারের লক্ষণ। তাই এ রকম হলে এড়িয়ে যাবেন না।

১২. বুক জ্বালাপোড়া

বেশি পরিমাণ খাবার খাওয়া, মদ্যপান করা, মানসিক চাপ বুক  জ্বালাপোড়ার লক্ষণ। খাবার-দাবারে পরিবর্তন আনলে এ সমস্যাগুলো চলে যায়। তবে যদি এসবের পরও বিষয়টি না কমে, তবে এটি পাকস্থলী, গলার ক্যানসারের লক্ষণ।

১৩. পেটব্যথা ও বিষণ্ণতা

পেটব্যথার পাশাপাশি বিষণ্ণতা পেনক্রিয়াটিক ক্যানসারের লক্ষণ। যদি পরিবারে এই ক্যানসারের লক্ষণ থাকে, চিকিৎসকের পরামর্শ নিন।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন

কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন

জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ

জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে একজনের মৃত্যু
  • কোন খাবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে
  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • ফুড সিস্টেম ড্যাশবোর্ড নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে : খাদ্য সচিব
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বিশ্বের শক্তিশালী এমআরআই মেশিনে মস্তিষ্কের প্রথম চিত্র প্রকাশ
  • H5N1 ভাইরাস ছড়াচ্ছে, কোভিডের চাইতে 100 গুণ বেশি বিপজ্জনক
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়
  • তরমুজ খেলে কি সত্যিই ওজন কমে?