ক্যানসার নিয়ে পাঁচটি ভুল ধারণা

মানবজাতির জন্য ক্ষতিকর অসুখ ক্যানসার। যেকোনো বয়স ও যেকোনো লিঙ্গের লোকের এই রোগটি হতে পারে। এটি শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে।
বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান সময়ে ক্যানসার বাড়ার কারণ অস্বাস্থ্যকর জীবনযাপন ও দূষিত পরিবেশ। এ ছাড়া ধূমপান, কিছু নির্দিষ্ট রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে বারবার আসা, অস্বাস্থ্যকর খাবার ইত্যাদি ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে তোলে।
ক্যানসার নিয়ে কিছু ভুল ধারণা অনেকের মধ্যেই আছে। যেমন : ক্যানসার কখনো ভালো হয় না বা ক্যানসার প্রতিরোধ করা যায় না।
ক্যানসার নিয়ে কিছু ভুল ধারণার কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. অনেকেই ভাবেন, ক্যানসার প্রতিরোধে কিছু করার নেই। ধারণাটি ভুল। স্বাস্থ্যকর জীবনযাপন করা, ধূমপান, অতিরিক্ত মদ্যপান ত্যাগ করা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।
২. অনেকে আবার ভাবেন কিছু খাবার ক্যানসারকে সম্পূর্ণ নিরাময় করে বা প্রতিকার করে। এই ধারণাটিও সঠিক নয়। এসব খাবার কেবল ক্যানসারের লক্ষণগুলোকে কমাতে পারে। ক্যানসারকে পুরোপুরি ভালো করে দিতে পারে না।
৩. অনেকে ভাবেন ক্যানসার হলেই মৃত্যু হয়। ধারণাটি সঠিক নয়। অনেক ক্যানসার সম্পূর্ণ নিরাময় করা যায়।
৪. অনেকে বিশ্বাস করেন গ্রিন টি ক্যানসার নিরাময় করে। গ্রিন টি স্বাস্থ্যকর। তবে কোনো গবেষণায় এখনো প্রমাণিত হয়নি যে গ্রিন টি ক্যানসার নিরাময় করে।
৫. সাদা ত্বকেই কেবল ত্বকের ক্যানসার হয়- এমনটি ধারণা অনেকের। সত্যি হলো যেকোনো গায়ের রঙের লোকেরই ত্বকের ক্যানসার হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন

জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন