ক্যান্সারের যেসব লক্ষণ অবহেলা করেন বেশিরভাগ পুরুষ
অন্য কোনো রোগের লক্ষণ বলে মনে হতে পারে, অথচ শরীরে ছড়িয়ে পরা রোগটি আসলে ক্যান্সার- এমনটা ঘটছে হরহামেশাই। আর সময়মতো ডাক্তারের কাছে যেতে অবহেলা করায় পুরুষেরা বিপদ টের পান অনেক দেরিতে। বেশিরভাগ সময়েই এই দেরির কারণে ঝুঁকিতে পড়ে তাদের জীবন। ১৩টি লক্ষনে জেনে নিন, আপনিও কি আছেন এমন ঝুঁকিতে?
১) মুত্রত্যাগে সমস্যা
অনেক দিন ধরে মুত্রত্যাগের সময়ে ব্যাথা, মুত্রের সাথে রক্ত যাওয়া, শুক্রাণুর সাথে রক্ত যাওয়া এগুলো হতে পারে প্রস্টেট ক্যান্সারের লক্ষণ।
২) যৌনাঙ্গে পরিবর্তন
নারীদের যেমন নিজেদের স্তনে পরিবর্তন দেখা গেলে স্তন ক্যান্সারের জন্য টেস্ট করাতে হয়, তেমনি পুরুষেরও যৌনাঙ্গ বিশেষ করে অন্ডকোষে কোনোরকম পরিবর্তন দেখা গেলে অতিসত্বর ডাক্তারকে জানাতে হবে। অণ্ডকোষের আকার আকৃতিতে পরিবর্তন, স্ফীতি, ওজনে ভারী হয়ে যাওয়া বা এতে কোনো পিন্ড স্রিস্তি হওয়া হতে পারে অণ্ডকোষের ক্যান্সারের লক্ষণ।
৩) ত্বকে দৃশ্যমান পরিবর্তন
ত্বকের ক্যান্সারের দিকে বেশিরভাগ মানুষই লক্ষ্য করেন না। ত্বকে নতুন কোনো তিল, আঁচিল অথবা কালো দাগ ত্বকের ক্যান্সারের পুর্বাভাস দেয়। আপনি যদি দেখেন এগুলো আগের চাইতে আকারে বড় হচ্ছে বা ছড়িয়ে পরছে তবে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।
৪) মুখে ক্ষত অথবা ব্যাথা
মুখে ব্যাথা হলে তা ঠিক করা ডেন্টিস্টের কাজ,। কিন্তু আপনি যদি দেখেন এমন কোনো ক্ষত বা ব্যাথা যা দীর্ঘদিন ধরে আছে, সারছে না কোনোভাবেই, তাহলে আপনি ডাক্তারকে জানাবেন অবশ্যই। যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে এই ঝুঁকি নিঃসন্দেহেই বেশি।
৫) টানা অনেকদিন ধরে কাশি
তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি হচ্ছে অথচ আপনার ঠাণ্ডা সর্দি বা অ্যালার্জি কোনো সমস্যাই নেই, তবে তা হতে পারে যক্ষ্মা। যক্ষ্মাও যদি না হয়, তবে লাং ক্যান্সারের লক্ষণ হতে পারে এই কাশি। এর পাশাপাশি থাকতে পারে বুকে এবং হাতে ব্যাথা।
৬) মলের সাথে রক্ত
মলের সাথে রক্ত গেলে তা পাইলস বা এ ধরণের রোগ হতে পারে তা সত্যি। কিন্তু এটা কোলোন ক্যান্সারেরও লক্ষণ হতে পারে। আগে এটা বয়স্ক মানুষের মাঝে বেশি দেখা যেত কিন্তু এখন তা কম বয়সীদের মাঝেও দেখা যায় তাই সাবধান থাকা জরুরী।
৭) পেটে ব্যাথা অথবা বমি ভাব
সাধারণ বদহজমের সমস্যা নিয়ে মাথা ঘামানোর মত কিছুই নেই। কিন্তু ঘন ঘন পেট ব্যাথা, পেটের পেশিতে টান পড়া এবং সব সময় বমি বমি লাগাটা মোটেও স্বাভাবিক নয়। এটা হতে পারে লিউকেমিয়া অথবা ইসোফ্যাগাল, লিভার, প্যানক্রিয়াটিক অথবা কলোরেকটাল ক্যান্সারের লক্ষণ।
৮) ঘন ঘন জ্বর বা ইনফেকশন
সাধারণত আপনার স্বাস্থ্য ভালোই। কিন্তু সম্প্রতি ঘন ঘন জ্বর হচ্ছে আপনার, ফ্লু-এর মত উপসর্গ দেখা দিচ্ছে, ইনফেকশন হচ্ছে সহজে। তবে তা হতে পারে লিউকেমিয়ার লক্ষণ। কারন এটি শরীরের রগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে দেয়।
৯) ঢোক গিলতে কষ্ট হওয়া
গল খুসখুস করা এবং ঢোক গিলতে কষ্ট হওয়া একদিকে যেমন গলা এবং পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ হতে পারে, তেমনি হতে পারে লাং ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের উপসর্গ।
১০) শরীরে কালশিটে পড়া
ছোটখাটো ব্যাথাতেই শজে ত্বকে কালশিটে পড়ে যাওয়া, এমনকি কোনো কারন ছাড়াই শরীরের এখানে ওখানে অযথাই কালশিটে পড়াটা হতে পারে লিউকেমিয়ার আরেকটি লক্ষণ।
১১) অপ্রত্যাশিত ওজন হ্রাস
ওজন কমানোটাকে অনেকেই স্বাগত জানান। কিন্তু কোনো কারন ছাড়াই দ্রুত অনেকটা ওজন ঝরে জাওয়াটা মোটেই ভালো নয়। এটা বিভিন্ন ধরণের ক্যান্সারের লক্ষণ হতে পারে।
১২) অকারণ ক্লান্তি
ক্লান্তি সবার মাঝেই দেখা যায়। বিশেষ করে সপ্তাহের শেষের দিনটা তো সবারই কাটে ঘুমে ঘুমে। কিন্তু মাসখানেক ধরে প্রতিদিনই ক্লান্ত লাগছে, অথবা সহজেই হাঁফ ধরে যাচ্ছে, তবে ডাক্তার দেখাতেই হবে। এটা হতেপারে লিম্ফোমা বা লিউকেমিয়ার লক্ষণ।
১৩) প্রচন্ড মাথাব্যাথা
মাইগ্রেনের সমস্যা নেই, কখনোই তেমন মাথাব্যাথা করে না কিন্তু হঠাৎ করেই প্রচন্ড মাথাব্যাথায় ভুগছেন কিছুদিন ধরেই, তবে তা ব্রেইন টিউমারের লক্ষণ হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন