শুক্রবার, মে ৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ক্যাম্পাসে ক্যাম্পাসে জঙ্গি ঠেকানোর শপথ

জঙ্গিবাদ বিরোধী জনসচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সারাদেশে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের এক ঘণ্টাব্যাপী মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।সব জায়গায়ই জঙ্গি ঠেকানোর শপথ নেয়া হয়।জঙ্গিবাদ বিরোধী স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাসগুলো। প্রতিষ্ঠানের কর্মচারীরাও এই কর্মসূচিতে অংশ নেন।এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্বাভাবিক কাজ সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে।

আজ সোমবার সকাল ১১টা থেকে পূর্ব নির্ধারিত এ কর্মসূচি শুরু হয়।বেলা ১২টায় এই কর্মসূচি শেষ হয়। এতে স্বতস্ফূর্তভাবে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষকসহ কর্মচারীরা অংশ নেন।মানববন্ধন শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গিবাদের নেতিবাচক দিক তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

গত পহেলা জুলাই রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর সারাদেশে জঙ্গিবাদ নিয়ে আতঙ্ক নেমে আসে।জঙ্গিদের মোকাবেলায় পুলিশের নানামুখী পদক্ষেপ নেয়ার পাশাপাশি সরকার জঙ্গিবাদ বিরোধী সচেতনতা তৈরির অংশ হিসাবে এই মানববন্ধন কমূসূচি হাতে নেয়া হয়।

কর্মসূচির অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ, সিটি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজসমূহেও এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা বিশ্ববিদ্যালয়: সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ হয়। এতে উপস্থিত হন ঢাবি ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক ,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল । এক সপ্তাহের ব্যাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বারের মতো মানববন্ধন পালন করলো।

এছাড়া ঢাবি ক্যাম্পাসের পাশেই কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদবিরোধী কর্মসূচিতে অংশ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসির চেয়ারম্যান আব্দুল মান্নানসহ নানা স্তরের লোকজন।এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষক শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রমে না জড়ায় সে ব্যাপারে সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ কর্মসূচি পালন করছে। এ সমস্যার সমাধানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যায়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়, হযরত শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশে শামিল হন।

আরও আসছে..

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ