ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে তামিম ইকবাল
ক্রিকেটের তিন ফরম্যাটের সর্বশেষ র্যাঙ্কিং বুধবার প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডেতে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে অবস্থানে উন্নত হয়েছেন।
গত কয়েক বছর থেকেই ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে দারুণ ফর্মে ছিলেন তিনি। প্রথম ওয়ানডেতে তুলে নিয়েছিলেন দারুণ এক সেঞ্চুরি। আর সেই ইনিংসের সুবাদে ওয়ানডেতে নিজের ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে পৌঁছেছেন এ ড্যাশিং ব্যাটসম্যান।
গতকাল বুধবার ওয়ানডে ক্রিকেটের নতুন র্যাংকিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুধু ওয়ানডে নয় তিন সংস্করণের র্যাংকিংই প্রকাশ করে তারা। সেখানে ব্যাটসম্যানদের তালিকায় আগের চেয়ে চার ধাপ এগিয়ে ১৯তম স্থানে অবস্থান করছেন তামিম। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬৩৩। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলাতেই র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তামিমের। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য ব্যাট করার সুযোগ পাননি। তৃতীয় ওয়ানডেতে করেন ৪ রান।
শুধু তামিমই নয় উন্নতি হয়েছে সাকিব আল হাসানেরও। ওয়ানডেতে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ ধাপ এগিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ৬০১ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২৬তম অবস্থানে উঠে এসেছেন তিনি। আর বোলিং র্যাংকিংয়ে আগের মতই ৮ নম্বর অবস্থান করছেন তিনি।
পাশাপাশি নতুন র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বোলার তাসকিন আহমেদের। দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করে তুলে নেন চার উইকেট। ফলে ১৩ ধাপ উন্নতি হয়েছে এ পেসারের। ৪৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ৬১তম স্থানে অবস্থান করছেন তিনি।
এছাড়াও যথারীতি তিন সংস্করণে অলরাউন্ড বিভাগে শীর্ষে আছেন সাকিব আল হাসান। টি-টোয়েটি বোলিং র্যাংকিংয়ে আগের মতই ৯ ও ১০ নম্বরে আছেন মোস্তাফিজ ও সাকিব। ব্যাটিং র্যাংকিংয়ে ১২তম অবস্থানে আছেন সাব্বির রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন