ক্যাসপারের সন্তানের মা হচ্ছেন জেনিফার!

গত মাসে ৪৭ বছরে পা দিয়েছেন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। এবার শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক ক্যাসপার স্মার্টের সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। লাইফ অ্যান্ড স্টাইলের প্রতিবেদনে বলা হয়েছে, বেশকিছু ধরেই ক্যাসপার চাচ্ছিলেন তাদের সন্তান হোক। যখন তিনি জেনিফারের সন্তানসম্ভবা হওয়ার খবর শুনেছেন তখন থেকেই তাকে রাণীর মতো রেখেছেন।
সূত্র জানিয়েছে, কাজের চাপ থাকলেও জেনিফার লোপেজ সন্তান নেয়ার জন্য তৈরি। ক্যাসপারতে আদর্শ বাবা বানাতে চান তিনি।
ক্যাসপার চান তাদের ছেলে হোক। তবে জেনিফারের বয়সের কারণে ক্যাসপারের কাছে সুস্থ সন্তানই প্রাধান্য পাচ্ছে।
তৃতীয় স্বামী গায়ক মার্ক অ্যান্থনির সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ২০১১ সাল থেকে ক্যাসপারের সঙ্গে প্রেম করছেন জেনিফার। গত মাসে জেনিফার একটি ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেয়ার সময় বলেছিলেন, ভবিষ্যতে তারা বিয়ে করতে পারেন। খবর: মিরর।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন