শনিবার, জুলাই ৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ক্রসফায়ারের ভয় দেখিয়ে নির্যাতন

যশোরে তিন বছর আগের ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন- খুলনা থানার এসআই উত্তম কুমার ও যশোরের মণিরামপুর থানার কনস্টেবল ইদ্রিস আলী। ২০১২ সালের ওই ঘটনার সময় তারা যশোর সদর উপজেলার সাজিয়ালী ক্যাম্পে কর্মরত ছিলেন।

যশোর জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান মঙ্গলবার তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

২০১২ সালের ২৬ জানুয়ারি যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আদালতে রেজাউল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা করেন বলে জানান আদালতের পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম।

ওই জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার তারা আদালতে হাজির হয়ে ফের জামিন আবেদন করেন।বিচারক এ আবেদনের শুনানি করে আসামি এসআই উত্তম ও কনস্টেবল ইদ্রিসকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ওই বছর ২৬ জানুয়ারি সকালে দোগাছিয়া গ্রামের বাজারে এসআই উত্তমের নেতৃত্বে সাজিয়ালী ক্যাম্পের একদল পুলিশ বাদীর ভাই রবিউল ইসলামকে আটক করতে যায়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তিন রাউন্ড গুলি করে রবিউলকে আটক করে।

এরপর তাকে ক্যাম্পে নিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করেন এসআই উত্তম। টাকা দিতে অস্বীকার করায় এসআই উত্তমের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য রবিউলকে ক্রসফায়ারের ভয় দেখায় এবং মারধর করে পায়ের নখ উঠিয়ে ফেলে।

পরে তাকে অন্য একটি মামলায় অজ্ঞাত পরিচয় আসামির স্থলে গ্রেপ্তার দেখিয়ে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি রবিউলের ভাই রেজাউল বাদী হয়ে এসআই উত্তম কুমারসহ আরও ৪/৫ জনকে আসামি করে জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ দায়ের করেন। বিচারক অভিযোগটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

২০১৩ সালে এ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ সদস্য উত্তম ও ইদ্রিসের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন। এরপর ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি প্রতিবেদনের উপর শুনানি শেষে বিচারক সেটি গ্রহণ করে আসামিদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের

ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন

  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত