ক্রিকেটারদের প্রতিজ্ঞা- রাখতে পারবেন তো ?
পরিবর্তনটা চোখে পড়েছে গল টেস্টের পর থেকে। কলম্বো টেস্টে জয়ের পর খানিকটা ধারণা দিয়েছিলেন মুশফিকুর রহিম-তামিম ইকবাল। এবার মাশরাফি বিন মুর্তজা জানালেন আরেকটু বিস্তারিত। নিজেদের কাছে প্রতিজ্ঞায় বদলাচ্ছে বাংলাদেশ দল।
যে কোনো খেলাতেই গুরুত্বপূর্ণ শরীরী ভাষা। ম্যাচ বিপক্ষে চলে যেতে থাকলে তার প্রভাব দেখা যায় খেলোয়াড়দের মধ্যে। মাঠে যেন কোনোভাবে শরীরী ভাষায় হাল ছাড়ার ব্যাপারটি যেন না আসে তার জন্য সতর্ক বাংলাদেশের ক্রিকেটাররা।
“এটা আমাদের প্রতিজ্ঞা বলতে পারেন। অন্যের সাথে না, বলতে পারেন, এটা আমাদের সাথে আমাদের বা নিজের সাথে নিজের। স্পোর্টসে শরীরী ভাষা একটা বড় ব্যাপার। আমরা এই জিনিসটা পরিবর্তন করতে চাই, ম্যাচ হারি বা জিতি। ”
“শরীরী ভাষা সব সময় ঠিক রেখেই যে আপনি জিততে পারবেন তাও না। তবে এটা আমাদের কাজে আসবে। যেটা প্রতিষ্ঠিত বা অন্যান্য বড় দল করে থাকে। এটা যদি পরিবর্তন করতে পারি তাহলে ভবিষ্যতে খুব ভালো হবে। ”
প্রথম টেস্টে হারের পর নিজেরা নিজেরা বসেছিল ক্রিকেটাররা। খেলায় আরও সম্পৃক্ত হওয়ার জন্য একে অন্যকে নিজের দায়িত্ব মনে করিয়ে দিয়েছিলেন ক্রিকেটাররা। টানা দুই ম্যাচে তার ফলও পেয়েছে বাংলাদেশ।
“প্রতিটি ম্যাচেই দায়িত্ব থাকে। আপনি কোনো ম্যাচকে চিহ্নিত করতে পারবেন না যে, এখানে দায়িত্ব নেই। বিশেষ করে আপনি যখন নিজের দেশের প্রতিনিধিত্ব করবেন। আপনি যে ম্যাচই খেলেন, যার বিপক্ষেই খেলেন, এই সুযোগ নেই। ”
বিডি নিউজ
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন