ক্রিকেটার শাহাদাতকে কারাগারে পাঠানোর নির্দেশ
শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।
মঙ্গলবার শাহাদাতকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহামন। শাহাদাতের আইনজীবী কাজী মো. নজিবুল্লাহ হিরু জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠোনোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার ক্রিকেটার শাহাদাতকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহামন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
গত সোমবার (৪ অক্টোবর) সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহাদাত। সকাল সাড়ে ১১টার পর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন জামিন ও রিমান্ড নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
গত শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৩টায় শাহাদাত হোসেন রাজিবের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে মালিবাগে তার বাবার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার পরিদর্শক শফিকুর রহমান। বিকাল ৩টার পর শুনানি শেষে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম ইউনুস খান জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে শিশুটির ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।
ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর হাতে নির্যাতিত শিশু গৃহকর্মী হ্যাপি আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়। হ্যাপি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন