শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ক্রিকেটার সোহানকে নিয়ে ফুটবলার বাবার গর্ব

সন্তান বড় হয়ে কি হবে তা ছোট থাকতেই সিদ্ধান্ত নিয়ে নেন বাবা-মা’রা। অনেক সময় সন্তানদের ইচ্ছে না জেনেই তাদের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া হয়। আবার অনেক সময় সন্তানদের পছন্দকেই গুরুত্ব দেন বাবা-মা। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ফুটবলার কাজী নাসিমুল হাসান।

জাতীয় দলের ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহানের বাবা কাজী নাসিমুল হাসান| আশির দশকে গোলরক্ষক হিসেবে ঢাকার প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগ ফুটবল খেলেছেন মুক্তিযোদ্ধা, আরামবাগ ও মোহামেডান ক্লাবে। ফুটবলার বাবার স্বপ্নই থাকতে পারত ছেলে বড় হয়ে তার মত ফুটবলারই হবে। কিন্তু সেই পুরনো চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাস্তববাদী বাবা ছেলেকে ক্রিকেটার বানানোর স্বপ্ন বুনতে শুরু করেন। ছেলের পছন্দকেই নিজেদের পছন্দ হিসেবে মূল্যায়ন করেন বাবা নাসিমুল হাসান। যাতে সফল বাবা নাসিমুল হাসান এবং ছেলে সফল নুরুল হাসানও।

৪৯তম ক্রিকেটার হিসেবে শুক্রবার বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি ক্যাপ পড়েছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার সোহান নিজের অভিষেক ম্যাচে কিপিংয়ে দুই রান আউটের পাশাপাশি ব্যাট হাতে ৭ রানে অপরাজিত থাকেন। জয়ের শেষ প্রান্তে বিশ্বসেরা সাকিব আল হাসানের সঙ্গে অপরাজিত ২৯ রানের জুটি গড়েন।

ছেলের ক্ষুদ্র সাফল্যেও বাবার গর্বের শেষ নেই! শনিবার সকালে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে সেই গর্বের কথা বললেন বাবা নাসিমুল হাসান।

প্রশ্ন : কেমন আছেন? স্বাভাবিকভাবেই এ মুহুর্তে আপনি বেশ খুশি?
নাসিমুল হাসান : আমি একটু অসুস্থ। সাতক্ষীরা যাচ্ছি। রাতেই আবার চলে আসবো। হ্যা, আমি বেশ খুশি।

প্রশ্ন: ছেলের সাফল্যে বেশ গর্বিত, তাই না?
নাসিমুল হাসান : গর্ব না হওয়ার কোনো কারণ নেই। ছেলে জাতীয় ক্রিকেট দলে খেলছে এর থেকে বেশি কিছু তো বাবা হিসেবে চাওয়ার নেই। দোয়া করি ছেলে যেন বড় মাপের ক্রিকেটার হয়। সবাই ওর জন্যে দোয়া করবেন।

প্রশ্ন: আশে পাশে সবার থেকে তো ছেলেকে নিয়ে প্রশংসা শুনছেন। এ দিনটিরই তো অপেক্ষা ছিলেন?
নাসিমুল হাসান: হ্যা সবাই ফোন করছে। অনেকেই এসে দেখা করেছেন। খুব ভালো লাগছে। এতদিন যেই কষ্ট করেছি সেটা আজ স্বার্থক হল।

প্রশ্ন: শুনেছি আপনি ফুটবলার ছিলেন। কিন্তু ছেলেকে ক্রিকেটার বানালেন। সচরাচর তো এরকমটা দেখা যায় না। আপনার ক্ষেত্রে ব্যতিক্রম হল কেন?
নাসিমুল হাসান: আমি ফুটবল খেলেছি। আরও খেলতেও পারতাম। কিন্তু কলার বোন ভাঙায় আর খেলা হয়ে উঠেনি। খেলা ছেড়ে দেওয়ার পরও ফুটবলের সঙ্গে জড়িত ছিলাম। কোচিং করিয়েছি। তখন দেখতাম ফুটবলের থেকে ক্রিকেটে ওর আগ্রহ বেশি। তাই ওর আগ্রহ জেনে স্থানীয় ক্রিকেট একাডেমিতে সুযোগ করে দেই। পড়াশোনার পাশাপাশি খেলাতে কোনো সমস্যা না হয় এজন্য সব সময় ওর সাথে সাথে থাকতাম। মূলত ওর আগ্রহ আর খেলার ধরণ দেখেই মানা করিনি।

প্রশ্ন: তারপরও আপনি চাইলে তো ছেলের মত পরিবর্তনও হত?
নাসিমুল হাসান: দেখুন ও যেই সময়ে খেলতে চাইত তখন ফুটবলের খুব ক্রাইসিস পিরিয়ড চলছিল। তখন বাংলাদেশ ক্রিকেট টেস্ট স্ট্যাটাস পেল মাত্র। পুরো দেশ তখন ক্রিকেটের জোয়ারে ভেসে যাচ্ছিল। মনে হল দেখি ছেলের উপর ভরসা করে কি হয়। বাড়তি কোনো চিন্তা না করে ছেলের উপর বিশ্বাস রাখলাম। নিজেরাও স্বপ্ন বুনতে শুরু করলাম।
nn
প্রশ্ন: অনেক সময় দেখা যায় বাবা রাজী থাকলেও মা রাজী থাকেন না। মা’রা অনেক বাড়তি কথা চিন্তা করে খেলাধূলায় আগ্রহ দেখান না। আপনাদের ক্ষেত্রে কি হয়েছিল?
নাসিমুল হাসান: আসলে আমরা দুজনই রাজী ছিলাম। কেউ সোহানের প্রতি বিশ্বাস হারায়নি। ওকে সাপোর্ট করেছি প্রতিটি পর্যায়ে।

প্রশ্ন: কাল তো ছেলের খেলা মাঠে বসেই দেখেছেন?
নাসিমুল হাসান: আমি আর ওর মা বাদে সবাই মাঠে ছিল। ওর কাজিনরা সবাই মাঠে থেকে ওর খেলা দেখেছে।

প্রশ্ন: আপনারা জাননি কেন? সোহানের নিশ্চয়ই খুব ভালো লাগত?
নাসিমুল হাসান: আসলে আমি যাওয়ার জন্যে গাড়িতেও উঠেছিলাম। কিন্তু ওর সাফল্যের জন্যে ওর মা রোজা রেখেছিলেন। একা একা ইফতার করতে হবে বলে আমিও বাসায় থেকে যাই। তবে টিভিতেও খেলা দেখে কম মজা পাইনি।

প্রশ্ন: ছেলের সঙ্গে কথা হয়েছে?
নাসিমুল হাসান: রাতে ও বাসায় এসেছিল কিছুক্ষণের জন্যে। সবার সঙ্গে দেখা করে গেছে। ওকে দেখে আমরা খুব খুশি হয়েছি।

প্রশ্ন: ছেলেকে কোনো পরামর্শ বা কোনো উপদেশ দিয়েছেন?
নাসিমুল হাসান : ছেলেকে একটা কথাই বলেছি যেন শৃঙ্খল ও নিয়ম অনুযায়ী চলে। কখনো যেন কোনো অহমিকা বা অহংকার না দেখায়। জাতীয় দলের হয়ে খেলছে বলে অনেক কিছু ভাবতে হবে এমন কিছু যেন কখনোই মনে না করে। আমি বরাবরই ওকে আদর করেছি ঠিক তেমন শাসনও করেছি। আশা করছি এতদিন ও যেভাবে চলেছে সামনে থেকেও সে একইভাবে চলবে। আমি আর ওর মা সব সময় এই দোয়াই করে যাচ্ছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি