ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-১০ঃ কে কে যাচ্ছেন

শেষ হলো বিপিএল। জাতীয় দলেরও কোনও ব্যস্ততা নেই আপাতত। এই ফাঁকে টি-১০ ক্রিকেট লিগে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত গেছেন তিন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। গতকাল ঢাকা ছাড়েন এই তিন ক্রিকেটার।
ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-১০ ক্রিকেট। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এই টুর্নামেন্টে সাকিব আল হাসান খেলবেন কেরালা কিংসের হয়ে। তামিম ইকবাল খেলবেন পাখতুনসের হয়ে। আর মোস্তাফিজুর রহমান খেলবেন বেঙ্গল টাইগার্সের হয়ে।
আজ শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত দশটায় সাকিব আল হাসানের দল কেরালা কিংসের মুখোমুখি হবে মোস্তাফিজুর রহমানের দল বেঙ্গল টাইগার্স। রাত বারোটায় মারাঠা অ্যারাবিয়ান্সের মুখোমুখি হবে তামিম ইকবালের দল পাখতুনস।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন