ক্রিকেটে আরও এক দিশারী
বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণ সময় ২০১৫ এবং বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজার পর বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে বড় তারকা মুস্তাফিজ। বাঁ হাতি পেসারের আগমন ঝড়ের গতিতে। অনেকটাই যেন ‘ভিনি’, ‘ভিসি’, ‘ভিডি’-এর মতো। এলাম, দেখলাম ও জিতলাম। আন্তর্জাতিক অঙ্গনে মুস্তাফিজের অভিষেক পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচে এবং ওয়ানডেতে অভিষেক ভারত ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে আগমনী বার্তা জানান। বিশ্বজয়ের ইঙ্গিত দেন ভারতের বিপক্ষে। অভিষেক ওয়ানডেতেই ৫ উইকেট। পরের ম্যাচে আরও বিধ্বংসী। নেন ৬ উইকেট। দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে প্রদীপের আলো পুরোপুরি নিজের দিকে টেনে নেন মুস্তাফিজ। এরপর আর পেছনে ফিরে তাকাননি। এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। মুস্তাফিজের বাঁ হাতের ‘কাটার’ বোলিং এখন এতটাই দুর্বোধ্য যে, রীতিমতো গবেষণা শুরু করেছে প্রতিপক্ষ দলগুলো। ২০১৫ সালে এতটাই ভালো বোলিং করেছেন যে, বোলিং র্যাঙ্কিংয়ে তিনি ৯ নম্বরে উঠে এসেছেন ৯ ওয়ানডেতে ২৬ উইকেট নিয়ে। ‘বিস্ময় বোলার’ মুস্তাফিজ সফল টেস্ট ও টি-২০ ক্রিকেটেও। ২ টেস্টে তার উইকেট ৪টি এবং ৫ টি-২০ ম্যাচে উইকেট সংখ্যা ৬টি। ২০১৫ সালের সাফল্যই দূর দিগন্তে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে মুস্তাফিজকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন