ক্রিকেটে আসছে নতুন কিছু আইন
ক্রিকেটে নতুন কিছু আইন আসছে। শিগগিরই আইনগুলো আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের স্বীকৃত ক্রিকেটে প্রয়োগ করা শুরু হবে বলে জানা গেছে।
নতুন আইনে আগের দশ রকমের আউট থেকে একটিকে বাদ দেয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে আউটের ধরন হবে মোট নয়টি। ব্যাটসম্যান যদি ব্যাটিংয়ের সময় বল হাত দিয়ে ধরে, তাহালে ‘হ্যান্ডল দ্য বল’ বলে একটা আউট ছিলো। এ ক্ষেত্রে ফিল্ডিং করা দল আবেদন করে আউট দেয়ার বিধান ছিলো।
কিন্তু নতুন নিয়মে এই আউট আর থাকছে না। ‘হ্যান্ডল দ্য বল’-এর ক্ষেত্রে এখন থেকে ‘অবস্ট্র্যাক্টিং দ্য উইকেট’ আউটটি প্রয়োগ করা হবে। এ ক্ষেত্রেও ফিল্ডিং করা দলের আবেদন করতে হবে।
অনেক সময় দেখা যায়, দৌড়ে রান নেয়ার সময় ব্যাটসম্যান উইকেটে ঢুকে পড়ার পর আবার শূণ্যে উঠে গেছেন, অমনিই বল লাগছে স্ট্যাম্পে; এ সব ক্ষেত্রে আউটের বিধান ছিলো। কিন্তু নতুন নিয়মে এভাবে আউট হবে না। দৌড়ে ক্রিজে পৌঁছে যাওয়ার মুহূর্তের পরে বল দিয়ে স্ট্যাম্প ভাঙলে আর আউট হবে না।
এ ছাড়া কোনো খেলোয়াড় যদি আম্পায়ারের সঙ্গে অখেলোয়াড়সূলভ আচরণ করেন, তবে ফুটবলের মতো, আম্পায়ার ওই খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দিতে পারবেন।
এ ছাড়া বাজে আচরণের কারণে পাঁচ রানের জরিমানাও করতে পারবেন আম্পায়ার। অতিরিক্ত আবেদন করার কারণেও শাস্তির মুখে পড়তে পারে কোনো দল।
জানা গেছে, শিগগিরই এ ধরনের আরো কিছু নতুন নিয়ম চূড়ান্ত করা হবে এবং ক্রিকেটে প্রয়োগ করা শুরু হবে। বলা হচ্ছে, ক্রিকেট খেলাকে আরো স্বচ্ছ করতেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন