ক্রিকেট খেলা আমার কাছে মন্দিরের মতো: শচীন
ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকর-এর জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘শচীন : আ বিলিয়ন ড্রিমস’-এর প্রথম ট্রেইলার মুক্তি পেয়েছে সম্প্রতি। ২৬ মে হিন্দি, মারাঠি, ইংরেজি, তামিল ও তেলেগু ভাষায় চলচ্চিত্রটি মুক্তি পাবে।
দুই মিনিটের একটু বেশি দৈর্ঘ্যের ট্রেইলারটিতে দেখা গেছে টেন্ডুলকরকে। তার মুখ থেকে শোনা গেছে কীভাবে ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয় পাল্টে দিয়েছিল দশ বছর বয়সী ছোট্ট শচীনের জীবনকে।
শচীনের ভাষ্যে, “তখন থেকেই আমার স্বপ্ন ছিল একদিন বিশ্বকাপ নিজের হাতে তুলে ধরবো। ”
শচীনকে একপর্যায়ে বলতে শোনা যায়, “ক্রিকেট খেলা আমার কাছে মন্দিরে যাওয়ার মতো। ”
১৯৮৩ সালে ভারত যেবার কপিল দেবের হাত ধরে প্রথম বিশ্বকাপ জয় করে তখন টেন্ডুলকারের বয়স ছিল মাত্র ১০ বছর। কপিল দেবের হাতে ট্রফি দেখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন টেন্ডুলকার। ক্রিকেটের সফর সেদিন থেকেই শুরু ব্যাটিং মাস্টারের। দেশের হয়ে বিশ্বকাপ জয়ের শপথ নেন সেদিন থেকে। সেই স্বপ্ন পূরণ হয় ২০১১ বিশ্বকাপে। এর দুই বছর পরই ক্রিকেটকে বিদায় বলেন শচীন।
শচীন টেন্ডুলকারের সফলতার পেছনেও একজন নারী আছেন। নামটা অঞ্জলি টেন্ডুলকার। ছবিতে দেখা মিলবে অঞ্জলিকেও।
শচীনকে নিয়ে অঞ্জলি বলেন, ‘ক্রিকেট ওর কাছে সবার আগে। ক্রিকেটের পর আমাদের অবস্থান। আমরা সেটা মেনে নিয়েছিলাম। দল যখন ভালো করতো না তখন ও এতটাই মানসিকভাবে ভেঙে পড়ত যে রাতে ঘুমাতে পারত না। ’
পরিচালক জেমস আর্সকিন চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। প্রযোজনা করেছেন রবি ভাগচান্দকা। শচীনের পছন্দের সুরকার ও গীতিকার এআর রহমান চলচ্চিত্রে কাজ করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন