ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে ১জনের মৃত্যু, আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষে জামাল শেখ নামে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার আলগি ইউনিয়নের বালিয়ারচরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত জামাল শেখ ওই গ্রামের সোহরাব শেখের ছেলে।
জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বিল্লাল শেখ ও বাকলেছ হরকরা পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রবিবার বালিয়াচরা শামছুল উলুম কওমি মাদ্রাসা মাঠে ওই গ্রামের কয়েকজন যুবক ক্রিকেট খেলছিল। এসময় খেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রুপ নেয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ।
এর জের ধরে আজ মঙ্গলবার উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৬ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জামাল শেখের মৃত্যু হয়। বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন