সোমবার, নভেম্বর ১১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ক্রিকেট গ্রেট থেকে লতা মঙ্গেশকর, সবার মুখেই কোহলি!

আক্রমনাত্মক মনোভাব-নেতৃত্বগুন-ব্যাটিং নৈপুন্যের জন্য সাবেক-বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি সেলিব্রেটিদের প্রশংসার চাদরে ঢেকে গেছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। মুম্বাই টেস্ট শেষে কোহলির সামনে থেকে নেতৃত্ব দেয়ার চিত্র দেখে প্রশংসায় মেতে উঠেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার, সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার থেকে শুরু করে দেশটির কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরও।

মাঠের মধ্যে আক্রমনাত্মক মনোভাব ক্রিকেট জীবনের শুরু থেকেই। এই নিয়ে বেশ কথাও শুনতে হয়েছে কোহলিকে। তবে সেই আক্রমনাত্মক মনোভাব সাফল্যের চূড়ায় বসিয়েছে কোহলিকে। আক্রমনাত্মক নেতৃত্বগুন দিয়ে ইংল্যান্ডের মত দলকে পরিকল্পনার নকশায় আটকে দিয়েছেন তিনি। প্রতিপক্ষকে সহজেই পরিকল্পনায় ফাসাঁতে ব্যাটের কারুকাজটাও দেখিয়েছেন কোহলি। তাইতো কোহলির ২৩৫ রানের নান্দনিক, দৃষ্টিনন্দন ইনিংসটিকে নিজের মতো করেই টুইটারে ব্যাখা দিয়েছেন লতা মঙ্গেশকর, ‘২৩৫ রানের দুর্দান্ত ইনিংসটির জন্য ভারত অধিনায়কের বিশেষ অভিবাদন শুভেচ্ছা প্রাপ্য। সবদিক দিয়েই পারফেক্ট ওয়ান সে। ”

শুধুই কি পারফেক্ট ওয়ান, নাকি তার চেয়ে আরও বেশি কিছু সাবেক অধিনায়ক গাভাস্কারের কাছে, “কোহালির মতো ক্রিকেটার ভারত কোনও দিন দেখেছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। মুম্বাইয়ে টার্নিং উইকেট ছিল বলেই সেখানে তার দুর্দান্ত ইনিংসটি বাড়তি প্রশংসার দাবি রাখে। বড় বড় খেলোয়াড়দের টেকনিক পাল্টায় না, টেম্পারামেন্ট পাল্টায়। আর এই টেম্পারামেন্টের দিক দিয়ে নিজেকে আরও শক্তিশালী ও ভয়ংকর করে তুলেছে সে। ”

এমন বক্তব্যের পরও প্রতিশোধের রেশটা রয়েই গেলো গাভাস্কারের, “২০১৪ সালে ইংল্যান্ড সফরে গিয়ে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। সেটি নিয়শ্চয়ই ভুলেনি কোহলি। তাই এরপর ইংল্যান্ডে গিয়ে একাধিক সেঞ্চুরি করে প্রতিপক্ষের সাথে হিসাব-নিকাশটা চুকিয়ে ফেলবে কোহলি। ”

তার মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়েই সিরিজ জয় নিশ্চিত হয়েছে কোহলি বাহিনীর। এতে মন ভরেনি, তাইতো আরও চাইছেন টেন্ডুলকার। পুরো দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি কোহলির কাছে আবদারই করে বসলেন টেন্ডুলকার, “দাপট দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়, অভিনন্দন টিম ইন্ডিয়াকে। অভিনন্দন কোহলিকে। চলো এবার ৪-০ করতে ঝাঁপাই। ”

দলের প্রয়োজন মেটাতে গিয়ে ব্যাট হাতে কোহলি রান করছেন প্রচুর। এজন্য বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে তাকে। তবে কোহলি এই রানগুলো নাকি অনেকটা সহজ বলে মনে হচ্ছে ভারতের আরেক সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর কাছে, “কোহলি যেভাবে রান করছে, তা দেখে মনে হচ্ছে রান করা খুবই সহজ কাজ। প্রতিপক্ষের আক্রমনাত্মক ফিল্ডিং সেটকে এক ব্যাট দিয়ে ভেস্তে দিচ্ছে কোহলি। এমনটাই দেখলাম মুম্বাইয়ে। কোহলির রানের গতি আটকাতে স্টোকস, রুটদের সাথে পরামর্শ করেই ফিল্ডিং সেট করতে দেখেছি কুককে। কিন্তু কোহলির এক ব্যাটের কাছে সবই যেন অসহায়। ”

কোহলির এমন ইনিংসে সবাই মুগ্ধ হচ্ছেন। কিন্তু এতে মুগ্ধ হচ্ছেন না কোহলির আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সতীর্থ ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, “বিরাট যে দুর্দান্ত ব্যাটসম্যান, এটা আমরা সবাই জানি। ও ব্যাট হাতে যা যা করছে, কোনোটাই অবাক বা আশ্চর্যের নয়। তবে তার কাছ থেকে আরো অনেক বিধ্বংসী ইনিংস দেখতে পাব, এটা নিশ্চিত। ”

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি